।। হর পার্বতীর সুমেরু যাত্রা।।
হাস্য মুখে মহেশ্বর কহেন তখন ।
শতনাম স্তোত্ররাজ করহ শ্রবণ ।।
ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মশ্বর ।১
বিষ্ণুসখা নাম মম বৈকুণ্ঠ নগর ।।২
হরিহর নাম খ্যাত গোলোক-নগরে ।৩
যমেশ্বর নাম মম শমনের পুরে ।।৪
ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি ।৫
চিন্তমণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী ।।৬
সুরগণ বলে মোরে অধমতারণ ।৭
কমলা ডাকেন বলি বৃষভ-বাহন ।।৮
যতিগণ মাঝে আমি হই যোগেশ্বর ।৯
সিদ্ধগণ কহে মোরে গজত ঈশ্বর ।।১০
লঙ্কাপতি গৃহে আমি জানিবে মহেশ ।১১
দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ ।।১২
সাগর রাখিলা মোরে নাম শূলপাণি ।১৩
প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী ।।১৪
শৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম ।১৫
নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ।।১৬
ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু ।১৭
মৃত্যুঞ্জয় নাম মোরে সাবিত্রী-সদেন ।।১৮
কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি ।১৯
কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি ।।২০
হিমালয় ডাকে নাম বাঞ্ছাকল্পতরু ।২১
কৈলাস রাখিল মোর নাম মরীচি সদনে ।।২২
চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক-ভবনে ।২৩
অষ্টমূর্ত্তিধর নাম মরীচি সদনে ।।২৪
অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন ।২৫
সনন্দ রাখিল নাম মনবিমোহন ।।২৬
জলেশ্বর নাম মোর লবণ-সাগরে ।২৭
যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে ।।২৮
অরুন্ধতী রাখে নাম ভুবন-পাবেন ।২৯
গার্গীদেবী ডাকে বলি জগৎ মোহন ।।৩০
কালভয়হর নাম কালের ভবনে ।৩১
মৃত্যঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে ।।৩২
নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র-জীবন ।৩৩
জ্ঞানযোগী মম নাম গুরুর সদন ।।৩৪
সনাতন রাখে মান হৃদয়-বিহারী ।৩৫
মহামায়া পাশে আমি মহামায়াধারী ।।৩৬
শ্মশাননিবাসী নাম জানিবে শ্মশানে ।৩৭
যজ্ঞধ্বংশী নাম মোর দক্ষের ভবনে ।।৩৮
সতীপতি নাম মোর প্রসূতি গোচর ।৩৯
রুদ্রগণ রাখে নাম ব্রক্ষপরাৎপর ।।৪০
ভক্তবাঞ্ছাকল্পতরু রামদত্তনাম ।৪১
প্রহ্লাদ রাখিল নাম সর্ব্বণ্ডণধাম ।।৪২
ভৃগুরাম রাখিল নাম দর্পখর্ব্বকারী ।৪৩
জানকী রাখিল নাম গোবর্দ্ধনধারী ।।৪৪
দিক্পাল সকলে ডাকে দিক্পতি নামেতে ।৪৫
রাজরাজেশ্বর আমি রাজার গৃহেতে ।।৪৬
বেতাল রাখিল নাম সর্ব্বসিদ্ধিদাতা ।৪৭
তাল মম রাখে নাম অখিলের ধাতা ।।৪৮
ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ।৪৯
ভৃঙ্গ মোরে ডাকে সদা দয়াময় নামে ।।৫০
তীর্থগণ ডাকে মোরে নাম তীর্থরাজ বলি ।৫১
রতিদেবী রাখে নাম কেলীকুতূহলী ।।৫২
ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর ।৫৩
দেবলোকে মম নাম নবজলধর ।।৫৪
গণেশ রাখিল নাম গণ অধিপতি ।৫৫
বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী ।।৫৬
কপর্দ্দী নামেতে ডাকে জনক রাজন ।৫৭
ধনুর্ধরী নামে মোরে ডাকে রুদ্রগণ ।।৫৮
যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে ।৫৯
আশুতোষ নাম মোর ভক্তে সদনে ।।৬০
সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত ।৬১
জরৎকারু কহে মোরে সর্ব্বহৃদিস্থিত ।।৬২
উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরি ।৬৩
জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি ।।৬৪
দধীচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর ।৬৫
বিশ্বামিত্র কহে মোর নাম সর্ব্বেশ্বর ।।৬৬
দণ্ডপাণি ডাকে মোরে সর্ব্বানন্দ নামে ।৬৭
বীরভদ্র নাম মোর কশ্যপ-সদনে ।।৬৮
উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন ।৬৯
সোমনাখ বলি ডাকে উতঙ্ক সুজন ।।৭০
গুরুড় রাখিলা মোর নাম খগেশ্বর ।৭১
গালব রাখিল নাম সর্ব্বসিদ্ধি কর ।।৭২
যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ।৭৩
ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় ।।৭৪
নকুল রাখিলা নাম নকুল-ঈশ্বর ।৭৫
সহদেব রাখে নাম ভীমবজ্রধর ।।৭৬
শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্ব্বের গণ ।৭৭
একলিঙ্গ কহে বালখিল্য মুনিগণ ।।৭৮
রোগহারী নাম রাখে দেবী সত্যবতী ।৭৯
পবন রাখেন মোর নাম সদাগতি ।।৮০
জৈমিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর ।৮১
দুর্ব্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর ।।৮২
চঁাঁদবেণে ডাকে মোরে হয়গ্রীব নামে ।৮৩
মহারুদ্র মোর নাম দধীচি-সদনে ।।৮৪
মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর ।৮৫
বাণেশ্বর নাম রাখে বাণ নৃপবর ।।৮৬
দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি ।৮৭
কৃত্তিবাস রাখে নাম কীর্ত্তিঅধিপতি ।।৮৮
পুষ্পদন্ত রাখে নাম রজত-ভূতর ।৮৯
জাবালি রাখিল নাম ব্যঘ্রচর্ম্মাম্বর ।।৯০
তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি ।৯১
তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী ।।৯২
নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ ।৯৩
অনন্ত বলেন মোরে অনন্ত পাবন ।।৯৪
কুর্ম্মদেব রাখে নাম কূর্ম্ম-অধিপতি ।৯৫
সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি ।।৯৬
পুলহ ডাকিল নাম সর্ব্বমূর্ত্তিধর ।৯৭
দিগ্গজগণেরা বলে দিক্অধিশ্বর ।।৯৮
সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন ।৯৯
তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ ।।১০০
পর্ব্বগণ সবে মোরে কহে পর্ব্বপতি ।১০১
সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি ।।১০২
সুমেরু-ঈশ্বর নাম সুমেরু সদন ।১০৩
সূর্য্যনাথ মোর নাম সূর্য্যের ভবন ।।১০৪
মর্ত্ত্যলোকে নাম মম বিপদকান্ডারী ।১০৫
সুষেণ রাখিলা নাম গগনবিহারী ।।১০৬
মন্মথ রাখিলা নাম মদন-দমন ।১০৭
মন্দোদরী কহে মোরে অখিলকারণ ।।১০৮
অষ্টোত্তর শতনাম হৈল সমাপন ।
হর হর বম্ বম্ বল সর্ব্বজন।। |