Increase Reset Decrease

দেবী দুর্গা

‘দুর্গাতারয়সে দুর্গে তত্ত্বং দুর্গা স্মৃতা জনৈঃ।’-অর্থাত্ সকল দুর্গতি থেকে পরিত্রাণ করেন বলেই দুর্গা নামে তিনি পরিচিতা। জগতের সকল অশুভ শক্তিকে বিনাশ করেন, সমস্ত দুঃখকে তিনি দূরীভূত করেন এবং শুভ শক্তির উদ্ঘাটন করেন। জগতের কল্যাণ করেন বলেই তিনি মহাশক্তি দুর্গা। জগতের দুঃখকে যিনি দূর করেন, যিনি মানুষকে আনন্দ দান করেন এবং দুঃখ-দুর্গতি তারণ করেন, তাঁর দুর্গা নামই সার্থক। সেজন্যেই দুর্গা হলেন দুর্গতিনাশিনী, যাঁর আগমনে জগতের সকলের মধ্যে আনন্দের প্লাবন বয়ে যায়, যার আগমনকে কেন্দ্র করে স্বল্প সময় হলেও সমস্ত দুঃখ-কষ্ট দূরীভূত হয়, সর্ব শ্রেণীর মানুষের মনে লাগে আনন্দের দোলা। সেজন্য দুর্গার অপর নাম আনন্দময়ী।Durga

‘দুর্গা’-কথাটিকে বিশ্লেষণ করলে এরকম দাঁড়ায়-“নিস্তারয়তি দুর্গা চঃ” অর্থাৎ যিনি নিস্তারিণী, বিপদনাশিনী, দুর্গতিনাশিনী। দুর্গতি অর্থে যিনি বিপদ তারণ করেন বা বিপদ থেকে রক্ষা করেন তিনি দুর্গতিনাশিনী। আবার আর একমতে আছে ‘দুর্গ’ বা ‘দুর্গম্’ নামে এক অসুরকে নিধন করেছিলেন বলে দেবীর নাম হয়েছিল দুর্গা।

Print