Increase Reset Decrease

মহিষমর্দিনীর জন্ম-প্রসঙ্গ

বয়ঃপ্রাপ্ত হয়ে মহিষাসুর অপ্রতিরোধ্য পরাক্রম ও শক্তির অধিকারী হয়ে ওঠেন। ক্রমে সমগ্র পৃথিবী তাঁর করায়ত্ত হল। অতঃপর তিনি স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদের পরাভূত ও স্বর্গ থেকে বিতাড়িত করলেন। স্বর্গরাজ্য অধিকার করে মহিষাসুরের ক্ষমতাগর্ব গগনচুম্বী হল। তাঁর নির্যাতন ও অত্যাচারে বিতাড়িত দেবগণের নাভিশ্বাস উঠল।
“ততঃ পরাজিতা দেবাঃ পদ্মযোনিং প্রজাপতিম্।
পুরস্কৃত্য গতাস্তত্র যত্রেশগরুড়ধ্বজৌ।।”(চণ্ডী,২।৪)
-অনন্তর পরাভূত দেবতাগণ প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে শিব ও বিষ্ণুর কাছে গেলেন।

মহিষাসুরের দৌরাত্ম্যে তাঁরা যে দুর্দশা ও দুর্গতির চরম সীমায় পৌছিয়েছেন তা শিব ও বিষ্ণুর নিকট বর্ণনা করে দেবগণ প্রার্থনা জানালেনঃ “শরণঞ্চ প্রপন্নাঃ স্মো বধস্তস্য বিচিন্ত্যতাম্।”(ঐ.২।৮) আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। এখন আপনারা দেবশত্র“ মহিষাসুরের বিনাসের উপায় বিশেষভাবে চিন্তা করুন।

দেবতাদের কাতরোক্তি এবং মহিষাসুরের অত্যাচারের কাহিনী শুনে দুই পরম-দেবতা অত্যন্ত অভিভূত হয়ে পড়লেন। চণ্ডীতে (২।৯-১২) অপূর্বভাবে ঘটনাটি বিবৃত হয়েছে:
“ইত্থং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদনঃ।
চকার কোপং শম্ভুশ্চ ভ্রূকুটিকুটিলাননৌ।।
ততোহতিকোপপূর্ণস্য চক্রিণো বদনাৎ ততঃ।
নিশ্চক্রাম মহৎ তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ।।
অন্যেষাঞ্চৈব দেবানাং শক্রদীনাং শরীরতঃ।
নির্গতং সুমহৎ তেজন্তচ্চৈক্যং সমগচ্ছত।।
অতীব তেজসঃ কূটং জ্বণন্তমিব পর্বতম্।
দদৃশুস্তে সুরাস্তত্র জ্বালাব্যাপ্তদিগন্তরম্।।”

-[ব্রহ্মা প্রমুখ] দেবতাগণের মুখে এই প্রকার বাক্যসকল শুনে মধূসূদন এবং মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং সেই ক্রোধে তাঁদের মুখমণ্ডল ভ্রূকুটিকুটিল হয়ে উঠল(অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করল)। অনন্তর অতি ক্রোধান্বিত বিষ্ণুর এবং পরে ব্রহ্মা ও শিবের মুখমণ্ডল থেকে মহাতেজ নিঃসৃত হল। ইন্দ্রাদি অন্যান্য দেবগণের শরীর থেকেও মহাতেজ নির্গত হয়ে একত্র মিলিত হল। সেই (সম্মিলিত সুবিপুল) দীপ্যমান তেজঃপুঞ্জকে সেখানে দিগন্তব্যাপী লেলিহান শিখাযুক্ত জ্বলন্ত পর্বতের মতো দেবতারা অবস্থিত দেখলেন।
“অতুলং তত্র তত্তেজঃ সর্বদেবশরীরজম্।
একস্থং তদভূন্নারী ব্যাপ্তলোকত্রয়ং ত্বিষা।”(চণ্ডী২।১৩)
-সকল দেবতার শরীর-নির্গত ত্রিলোকব্যাপী সেই অতুলনীয় তেজোরাশি সংহত হয়ে ক্রমে এক নারীমূর্তিতে রূপান্তরিত হল।

সেই তিলোত্তমা নারীই দেবী দুর্গা। মহিষাসুরের নিধনার্থে তাঁর আবির্ভাব। দেবগণ আপন আপন শ্রেষ্ঠ আয়ুধ তাঁকে সমর্পণ করলেন। অনন্তর এক রোমহর্ষক ভয়ঙ্কর যুদ্ধে মহিষাসুর তাঁর হস্তে নিহত হলেন।

Print