Increase Reset Decrease

অর্ধনারীশ্বর - কিংবদন্তি

একদা দেবতা ও ঋষিগণ কৈলাসে হর-পার্বতীকে প্রদক্ষিণ করছিলেন। ঋষি ভৃঙ্গী ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি পার্বতীকে অগ্রাহ্য করে শুধুমাত্র শিবকে প্রদক্ষিণ করতে থাকেন। ঋষি ভৃঙ্গীর এই স্পর্ধিত উপেক্ষায় পার্বতী অপমানিত বোধ করেন এবং ক্রুদ্ধ হয়ে ভৃঙ্গীকে নিছক চর্ম-আবৃত কঙ্কালে পরিণত করেন। ফলে ভৃঙ্গী দু-পায়ে দাঁড়াতেও অক্ষম হয়ে পড়েন। ভক্তের প্রতি অনুম্পাবশে শিব ভৃঙ্গীকে তৃতীয় পদ দান করেন, কিন্তু পার্বতীর সম্মান রক্ষার্থে স্বয়ং পার্বতীর সঙ্গে একদেহ হয়ে তিনি অর্ধনারীশ্বর-রূপে অবস্থান করেন, যাতে ভৃঙ্গী পার্বতীকেও প্রদক্ষিণ করতে বাধ্য হন। কিন্তু ‘ঘন্টাকর্ণ’ ভৃঙ্গীর পোড়া গোঁড়ামি যাওয়ার নয়। তিনি তখন বক্রকীটরূপে হর-পার্বতীর যুগ্মদেহের মধ্যে গর্ত করে শুধু শিবদেহার্ধ প্রদক্ষিণ করতে থাকলেন।


Print