
দশমহাবিদ্যা পূজার বিধি-নিষেধ
দশমহাবিদ্যার দেবীদের পৃথক পৃথক ভৈরব আছেন। দেবীদের পূজার সময় তাঁদের ভৈরবদেরও পূজা করতে হয় দেবীমূর্তির ডান দিকে।
কালিকার ভৈরব মহাকাল। তারার ভৈরব অক্ষোভ্য। ষোড়শীর পঞ্চাননশিব। ভুবনেশ্বরীর ত্র্যম্বক। ভৈরবীর দক্ষিণামূর্তি। ছিন্নমস্তার কবন্ধশিব। বগলামুখীর একবক্ত্র মহারুদ্র। মাতঙ্গীর মতঙ্গশিব আর কমলার বিষ্ণুরূপী সদাশিব।
এই দশমহাবিদ্যামূর্তির একত্র পূজা সচরাচর হয় না। আলাদা আলাদা করে বিশেষ পর্বে পূজা হয় বিভিন্ন দেবীমূর্তির। তবে কালীপূজা ও কমলা পূজার চলই বেশী গৃহস্থ বাড়িতে। গৃহস্থ বাড়িতে অন্যসব দেবীমূর্তির পূজা করা ঠিক না। পূজা ঠিক মতো না হলে প্রত্যবায় হয়।