ধবংসপ্রায় দেখি সৈন্য চিক্ষুর সেনানী।
তীরবেগে ধেয়ে আসে বধিতে ভবানী।।
নানাবিধ অস্ত্রজাল করিল ক্ষেপণ।
দেবীর উপরে করে শর বরিষণ।।
প্রমদা প্রমত্তা দেবী হাসিয়া ভীষণ।
লীলায় করেন সব অস্ত্রের ছেদন।।
ধীরে ধীরে কাটে দেবী রথ ও সারথি।
বিপদ বুঝিয়া দৈত্য হইল পদাতি।।
খড়্গ ল'য়ে ধেয়ে আসে দেবীরে বোধিতে।
দেবীর বাহনে হানে ভীষণ আঘাতে।।
তারপর খড়্গ হানে দেবীর বাম ভুজে।
তীক্ষ্ণ খড়্গ চূর্ণ হয় অতীব সহজে।।
গদা হস্তে আইসে ক্রোধে বিভীষণ।
রণগর্ব্বে দেয় বীর দীর্ঘ উল্লম্ফন।।
ক্রোধে অন্ধ হ'য়ে দৈত্য দেবী পরে হানে।
শূলে বিদ্ধ করি দেবী বধে তারে প্রাণে।।
চিক্ষুরের হত দেখি সেনানী চামর।
গজারূঢ় হইয়া আসে করিতে সমর।।
নিক্ষেপ করিলা শূল ক্রুদ্ধ কলেবর।
অস্ত্রের নিনাদে ঘোর কাঁপিল অম্বর।।
নিক্ষেপিত দেখি শূল দেবী লীলাভরে।
বিচ্ছিন্ন করিল শূল তীক্ষ্ণধার শরে।।
দেবীর বাহন তবে উল্লম্ফিয়া গজে।
চামরেরে আক্রমণ করিল সহজে।।
গজ হ'তে অবতরি উভে যুঝে তবে।
সর্ব্বদেহ ছিন্ন করে কেশরী আহবে।।
বজ্রনাদে উল্লম্ফিয়া নখর আঘাতে।
ছিন্নশির করিলেন দৈত্যের নিপাতে।।
তারপর মহামায়া শূলের প্রহারে।
হীনবীর্য্য চামরেরে দিলা যমদ্বারে।।
ভিন্দিপাল হানি নাশে দুরন্ত বাস্কল।
বাণেতে নাশিল দেবী অন্ধক প্রবল।।
ধীরে ধীরে নাশে দেবী সকল সেনানী।
দেখিয়া মহিষ গর্জ্জে মহা অস্ত্র হানি।।
লাঙ্গুল প্রহারে হানে ক্ষুরধার ক্ষুরে।
শৃঙ্গের আঘাতে হানে জর্জ্জর প্রহারে।।
করিলা ভীষণ রণ মহিষ দুর্দ্ধর।
নাশিয়া প্রমথগণে কৈল জর জর।।
তারপরে চলে দৈত্য সিংহের সকাশে।
প্রলয়-উন্মত্ত সিংহ ধেয়ে গ্রাসে আসে।।
শৃঙ্গে তুলে নিক্ষেপয় কত মহীধর।
ক্ষুরে পৃথ্বী দীর্ণ হয় ভীষণ সমর।।
নিঃশ্বাসে অনল, ওড়ে গর্জ্জে হেন বাজ।
মায়াবী অদৃশ্য হয় রণক্ষেত্র মাঝ।।
ক্রুদ্ধা চণ্ডী নিক্ষেপয় পাশ তার প্রতি।
সিংহরূপ দৈত্য তবে ধরে শীঘ্রগতি।।
অম্বিকা তাহার শির করিল ছেদন।
হইল পুরুষাকার দৈত্য সে তখন।।
খড়্গচর্ম্মাধারী দৈত্য করে মহারণ।
শরাঘাতে ছিন্ন করে দেবী যে তখন।।
খড়্গ চর্ম্ম ল'য়ে বীর গজের আকার।
সিংহ তারে করিলেক দারুণ প্রহার।।
খড়্গের আঘাত দেবী হানেন সহজে।
মায়াবী দৈত্যেরে তবে মায়ারূপী গজে।।
পুনরায় মহিষের ধরিলা আকার।
ভীম রণ করে দৈত্য সমর-মাঝার।।
পানপাত্র হ'তে দেবী সুরা করি পান।
হানিলেন রক্তনেত্র অনল সমান।
পদাঘাতে বিচূর্ণিয়া যত মহীধর।
লীলায় হানিল দৈত্য দেবীর উপর।।
শরাঘাতে ছিন্ন করি দেবী অবহেলে।
মহিষেরে ফেলে তবে স্বীয় পদতলে।।
ত্রিশূলে বিতাড়ে দেহ স্কন্ধ চাপি পদে।
তথাপি যুঝিছে দৈত্য মত্ত রণমদে।।
কাটিলেন শির তার খড়েগর আঘাতে।
ধন্য ধন্য করে সুর আসীন শূন্যেতে।।
সুর ঋষি করে সবে দেবীর স্তবন।
শূন্য মার্গ হ'তে হয় পুষ্প বরিষণ।।
আনন্দে গাহিল তবে গন্ধর্ব্ব সকল।
করিল অপূর্ব্ব নৃত্য অপ্সরীর দল।।
-ইতি মহিষাসুর বধ। |