
দশমঃ অধ্যায়ঃ
দশমঃ অধ্যায়ঃ |
|
মূল |
অনুবাদ |
ঋষিরুবাচ।। ১ |
মেধা ঋষি বলিলেন-প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যবলও বিনষ্টপ্রায় দেখিয়া শুম্ভ ক্রোধভরে বলিল-। ১-২ |
বলাবলেপদুষ্টে! ত্বং মা দুর্গে! গর্ব্বমাহব। |
হে বলগর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না। কারণ অতিগর্বিতা হইয়াও তুমি অন্যান্য দেবীর শক্তি (বল) আশ্রয় করিয়াই যুদ্ধ করিতেছ। ৩ |
দেব্যুবাচ।। ৪ |
চণ্ডিকাদেবী বলিলেন-একা মাত্র আমিই এই জগতে বিরাজিতা।মদ্ব্যতিরিক্ত আমার সহায়ভূতা অন্যা দ্বিতীয়া আর কে আছে? রে দুষ্ট, ব্রহ্মাণীপ্রমুখ এইসকল দেবী আমারই অভিন্না বিভূতি (শক্তি)। এই দেখ উহারা আমাতেই বিলীনা হইতেছে। ৪-৫ |
ততঃ সমস্তাস্তা দেব্যো ব্রহ্মাণীপ্রমুখা লয়ম্। |
মেধা ঋষি বলিলেন-অনন্তর ব্রহ্মাণীপ্রমুখ অষ্ট মাতৃকা চণ্ডিকাদেবীর শরীরে বিলীনা হইলেন। ( কারণ তাঁহারা আদ্যা শক্তি হইতে অভিন্ন )। তখন চণ্ডিকা একাকিনীই রহিলেন। ৬ |
দেব্যুবাচ।। ৭ |
দেবী বলিলেন-এই যুদ্ধে ¯^xq শক্তিপ্রভাবে (মায়া দ্বারা) আমে যে সকল মূর্তিতে অবস্থান করিতেছিলাম সেই-সকল এক্ষণে উপসংহার করিয়া যুদ্ধক্ষেত্রে একাকিনীই রহিলাম। তুমি যুদ্ধে স্থির হও। ৭-৮ |
ঋষিরুবাচ।। ৯ |
মেধা ঋষি বলিলেন-অনন্তর সমস্ত দেবতা ও অসুরগণের সমক্ষে চণ্ডিকা ও শুম্ভ উভয়ে দারুন যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ৯-১০ |
শরবর্ষৈঃ শিতৈঃ শস্ত্রৈস্তথাস্ত্রৈশ্চৈব দারুণৈঃ। |
বাণবৃষ্টি এবং শাণিত শস্ত্র ও দারুন অস্ত্রসমূহ দ্বারা উভয়ের মধ্যে আবার ত্রিলোকের ভীতিপ্রদ তুমুল যুদ্ধ আরম্ভ হইল। ১১ |
দিব্যান্যস্ত্রাণি শতশো মুমুচে hvb¨_vw¤^Kv| |
অনন্তর Aw¤^Kv‡`ex যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করিলেন, দৈত্যরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রশস্ত্রসমূহ নিক্ষেপপূর্বক তৎসমুদয় খণ্ড খণ্ড করিল। ১২ |
মুক্তানি তেন চাস্ত্রাণি দিব্যানি পরমেশ্বরী। |
এবং শুম্ভাসুর কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্রসকল পরমেশ্বরী অনায়াসেই উগ্র হুঙ্কারশব্দাদি দ্বারা ভগ্ন করিলেন। ১৩ |
ততঃ শরশতৈর্দেবীমাচ্ছাদয়ত সোহসুরঃ। |
অনন্তর সেই অসুর শত শত শরবর্ষণ দ্বারা দেবীকে আচ্ছাদন করিল এবং সেই দেবীও তাহাতে ক্রুদ্ধা হইয়া বাণসমূহ দ্বারা অসুরের সশর ধনু ছেদন করিলেন। ১৪ |
ছিন্নে ধনুষি দৈত্যেন্দ্রস্তথা শক্তিমথাদদে। |
অনন্তর উক্ত প্রকারে ধনু ছিন্ন হইলে দৈত্যরাজ শুম্ভ শক্তি-অস্ত্র গ্রহণ করিল। দেবীও তাহার হস্তস্থিত সেই শক্তিকেও চক্র দ্বারা ছেদন করিলেন। ১৫ |
ততঃ খড়্গমুপাদায় শতচন্দ্রঞ্চ ভানুমৎ। |
তখন দৈত্যরাজাধিরাজ শুম্ভ শতচন্দ্রাঙ্কিত ঢাল এবং সূর্যের ন্যায় জ্যোতির্ময় খড়্গ লইয়া দেবীর প্রতি ধাবিত হইল। ১৬ |
তস্যাপতত এবাশু খড়্গং চিচ্ছেদ চণ্ডিকা। |
শুম্ভের আগতপ্রায় সূর্যকিরণতুল্য উজ্জ্বল এবং শাণিত খড়্গ ও ঢাল দেবী চণ্ডিকা ধনুর্মুক্ত তীক্ষ্ণ শরসকল দ্বারা তৎক্ষণাৎ ছেদন করিলেন। ১৭ |
হতাশ্বঃ স তদা ˆ`Z¨wñbœaš^v বিসারথিঃ। |
তখন অশ্বহীন, ভগ্নধনু ও সারথিশূন্য হইয়া শুম্ভ চণ্ডিকাকে বধ করিবার জন্য ভীষণ মুদ্গর গ্রহণ করিল। ১৮ |
চিচ্ছেদাপততস্তস্য মুদ্গরং নিশিতৈঃ শরৈঃ। |
Aw¤^Kv আক্রমণোদ্যত শুম্ভের মুদ্গর নিশিত শরের দ্বারা ছেদন করিলেন। তথাপি শুম্ভ মুষ্টি উদ্যত করিয়া দ্রুতবেগে দেবীর প্রতি ধাবিত হইল। ১৯ |
স মুষ্টিং পাতয়ামাস হৃদয়ে দৈত্যপুঙ্গবঃ। |
সেই দৈত্যশ্রেষ্ঠ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্ট্যাঘাত করিল এবং দেবীও শুম্ভকে করতল দ্বারা তাহার বক্ষঃস্থলে প্রহার করিলেন। ২০ |
তলপ্রহারাভিহতো নিপপাত মহীতলে। |
দৈত্যরাজ শুম্ভ দেবীর চপেটাঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইয়া হইয়া তখনই আবার মহাবেগে উত্থিত হইল। ২১ |
উৎপত্য চ প্রগৃহ্যোচ্চৈর্দ্দেবীং গগনমাস্থিতঃ। |
শুম্ভ দেবীকে গ্রহণ করিয়া ঊর্ধ্বে লম্ফপ্রদানপূর্বক আকাশে উঠিল। সেখানেও চণ্ডিকা wbivj¤^bv (শূন্যস্থিতা) হইয়া শুম্ভের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। ২২ |
নিযুদ্ধং খে তদা দৈত্যশ্চণ্ডিকা চ পরস্পরম্। |
তখন আকাশে শুম্ভ ও চণ্ডিকা পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্ব বাহুযুদ্ধ করিলেন। ২৩ |
ততো নিযুদ্ধং সুচিরং কৃত্বা †Zbvw¤^Kv সহ। |
অনন্তর Aw¤^Kv শুম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে কন্দুকবৎ শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। ২৪ |
স ক্ষিপ্তো ধরণীং প্রাপ্য মুষ্টিমুদ্যম্য বেগতঃ। |
দুরাত্মা শুম্ভ ভূতলে নিক্ষিপ্ত ও পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডিকাকে বধ করিবার জন্য দ্রুতবেগে তাঁহার দিকে ধাবিত হইল। ২৫ |
তমায়ান্তং ততো দেবী সর্ব্বদৈত্যজনেশ্বরম্। |
অনন্তর দেবী আগমনকারী সেই দৈত্যেশ্বর শুম্ভকে বক্ষঃস্থলে শূলবিদ্ধ করিয়া ভূতলে পাতিত করিলেন। ২৬ |
স গতাসু পপাতোর্ব্ব্যাং দেবীশূলাগ্র-বিক্ষতঃ। |
শুম্ভ দেবীর শূলাগ্রের দ্বারা আহত হইয়া সাগর, দ্বীপ ও পর্বত-সহিত সমগ্র পৃথিবী কম্পিত করিয়া নিহত হইয়া ভূপতিত হইল। ২৭ |
ততঃ প্রসন্নমখিলং হতে তস্মিন্ দুরাত্মনি। |
দুরাত্মা শুম্ভ নিহত হইলে নিখিল বিশ্ব অতিশয় প্রসন্ন ও সুস্থ হইল এবং আকাশও নির্মল হইল। ২৮ |
উৎপাতমেঘাঃ সোল্কা যে প্রাগাসংস্তে শমং যযুঃ। |
শুম্ভবধের পূর্বে যে-সকল উৎপাতসূচক (অশুভকর) মেঘ উল্কাবৃষ্টি (অগ্নিবর্ষণ) করিত, শুম্ভবিনাশের পর তাহারা শান্তভাব ধারণ করিল এবং নদীসমূহ উৎপথগামিনী না হইয়া স্ব স্ব পথে প্রবাহিত হইতে লাগিল। ২৯ |
ততো দেবগণাঃ সর্ব্বে হর্ষনির্ভর-মানসাঃ। |
অনন্তর শুম্ভ নিহত হইলে দেবতাগণের হৃদয় আনন্দপূর্ণ হইল, বিশ্বাবসু প্রভৃতি গন্ধবগণ gayi¯^‡i গান ধরিলেন ও অন্য সকলে মৃদঙ্গাদি বাজাইতে লাগিলেন এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ নৃত্য আরম্ভ করিলেন। ৩০-৩১ |
অবাদয়ংস্তথৈবান্যে ননৃতুশ্চাপ্সরোগণাঃ। |
|
জজ্বলুশ্চাগ্নয়ঃ শান্তাঃ kvšÍw`M&RwbZ¯^bvt|| ৩২ |
পুণ্য বায়ু বহিতে লাগিল, সূর্য দীপ্তিশালী হইল এবং আহবনীয়াদি যজ্ঞাগ্নিসকল সর্বদিকে অশুভ শব্দাদি শান্ত করিয়া সৌম্যভাবে জ্বলিয়া উঠিল। ৩১-৩২ |
ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i |
শ্রীমার্কণ্ডেয়পুরাণের অন্তর্গত সাবর্ণিমনুর AwaKvim¤^Üxq দেবীমাহাত্ম্যানুবাদে শুম্ভবধনামক দশম অধ্যায় সমাপ্ত। |