Increase Reset Decrease

দশমঃ অধ্যায়ঃ

দশমঃ অধ্যায়ঃ
ওঁ নমশ্চণ্ডিকায়ৈ।
শুম্ভ বধ

মূল

অনুবাদ

ঋষিরুবাচ।। ১
নিশুম্ভং নিহতং দৃষ্ট্বা ভ্রাতরং প্রাণসম্মিতম্‌।
হন্যমানং বলঞ্চৈব শুম্ভঃ ক্রুদ্ধোগব্রবীদ্‌ বচঃ।। ২

মেধা ঋষি বলিলেন-প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যবলও বিনষ্টপ্রায় দেখিয়া শুম্ভ ক্রোধভরে বলিল-। ১-২

বলাবলেপদুষ্টে! ত্বং মা দুর্গে! গর্ব্বমাহব।
অন্যাসাং বলমাশ্রিত্য যূধ্যসে যাহতিমানিনী।। ৩

হে বলগর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না। কারণ অতিগর্বিতা হইয়াও তুমি অন্যান্য দেবীর শক্তি (বল) আশ্রয় করিয়াই যুদ্ধ করিতেছ। ৩

দেব্যুবাচ।। ৪
একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা।
পশ্যৈতা দুষ্ট! ময্যেব বিশন্ত্যো মদ্‌বিভূতয়ঃ।। ৫

চণ্ডিকাদেবী বলিলেন-একা মাত্র আমিই এই জগতে বিরাজিতা।মদ্ব্যতিরিক্ত আমার সহায়ভূতা অন্যা দ্বিতীয়া আর কে আছে? রে দুষ্ট, ব্রহ্মাণীপ্রমুখ এইসকল দেবী আমারই অভিন্না বিভূতি (শক্তি)। এই দেখ উহারা আমাতেই বিলীনা হইতেছে। ৪-৫

ততঃ সমস্তাস্তা দেব্যো ব্রহ্মাণীপ্রমুখা লয়ম্‌।
তস্যা দেব্যাস্তনৌ জগ্মুরেকৈবাসীৎ Z`vw¤^Kv|| ৬

মেধা ঋষি বলিলেন-অনন্তর ব্রহ্মাণীপ্রমুখ অষ্ট মাতৃকা চণ্ডিকাদেবীর শরীরে বিলীনা হইলেন। ( কারণ তাঁহারা আদ্যা শক্তি হইতে অভিন্ন )। তখন চণ্ডিকা একাকিনীই রহিলেন। ৬

দেব্যুবাচ।। ৭
অহং বিভূত্যা বহুভিরিহ-রূপৈর্যদাস্থিতা।
তৎ সংহৃতং ময়ৈকৈব তিষ্ঠাম্যাজৌ স্থিরো ভব।। ৮

দেবী বলিলেন-এই যুদ্ধে ¯^xq শক্তিপ্রভাবে (মায়া দ্বারা) আমে যে সকল মূর্তিতে অবস্থান করিতেছিলাম সেই-সকল এক্ষণে উপসংহার করিয়া যুদ্ধক্ষেত্রে একাকিনীই রহিলাম। তুমি যুদ্ধে স্থির হও। ৭-৮

ঋষিরুবাচ।। ৯
ততঃ প্রববৃতে যুদ্ধং দেব্যাঃ শুম্ভস্য চোভয়োঃ।
পশ্যতাং সর্ব্বদেবানামসুরাণাঞ্চ দারুণম্‌।। ১০

মেধা ঋষি বলিলেন-অনন্তর সমস্ত দেবতা ও অসুরগণের সমক্ষে চণ্ডিকা ও শুম্ভ উভয়ে দারুন যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ৯-১০

শরবর্ষৈঃ শিতৈঃ শস্ত্রৈস্তথাস্ত্রৈশ্চৈব দারুণৈঃ।
তয়োর্যুদ্ধমভূদ্‌ ভূয়ঃ সর্ব্বলোকভয়ঙ্করম্‌।। ১১

বাণবৃষ্টি এবং শাণিত শস্ত্র ও দারুন অস্ত্রসমূহ দ্বারা উভয়ের মধ্যে আবার ত্রিলোকের ভীতিপ্রদ তুমুল যুদ্ধ আরম্ভ হইল। ১১

দিব্যান্যস্ত্রাণি শতশো মুমুচে hvb¨_vw¤^Kv|
বভঞ্জ তানি দৈত্যেন্দ্রস্তৎপ্রতীঘাত-কর্ত্তৃভিঃ।। ১২

অনন্তর Aw¤^Kv‡`ex যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করিলেন, দৈত্যরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রশস্ত্রসমূহ নিক্ষেপপূর্বক তৎসমুদয় খণ্ড খণ্ড করিল। ১২

মুক্তানি তেন চাস্ত্রাণি দিব্যানি পরমেশ্বরী।
বভঞ্জ লীলয়ৈবোগ্র-হুঙ্কারোচ্চারণাদিভিঃ।। ১৩

এবং শুম্ভাসুর কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্রসকল পরমেশ্বরী অনায়াসেই উগ্র হুঙ্কারশব্দাদি দ্বারা ভগ্ন করিলেন। ১৩

ততঃ শরশতৈর্দেবীমাচ্ছাদয়ত সোহসুরঃ।
সাপি তৎ কুপিতা দেবী ধনুশ্চিচ্ছেদ চেষুভিঃ।। ১৪

অনন্তর সেই অসুর শত শত শরবর্ষণ দ্বারা দেবীকে আচ্ছাদন করিল এবং সেই দেবীও তাহাতে ক্রুদ্ধা হইয়া বাণসমূহ দ্বারা অসুরের সশর ধনু ছেদন করিলেন। ১৪

ছিন্নে ধনুষি দৈত্যেন্দ্রস্তথা শক্তিমথাদদে।
চিচ্ছেদ দেবী চক্রেণ তামপ্যস্য করস্থিতাম্‌।। ১৫

অনন্তর উক্ত প্রকারে ধনু ছিন্ন হইলে দৈত্যরাজ শুম্ভ শক্তি-অস্ত্র গ্রহণ করিল। দেবীও তাহার হস্তস্থিত সেই শক্তিকেও চক্র দ্বারা ছেদন করিলেন। ১৫

ততঃ খড়্‌গমুপাদায় শতচন্দ্রঞ্চ ভানুমৎ।
অভ্যধাবত্তদা দেবীং দৈত্যানামধিপেশ্বরঃ।। ১৬

তখন দৈত্যরাজাধিরাজ শুম্ভ শতচন্দ্রাঙ্কিত ঢাল এবং সূর্যের ন্যায় জ্যোতির্ময় খড়্‌গ লইয়া দেবীর প্রতি ধাবিত হইল। ১৬

তস্যাপতত এবাশু খড়্‌গং চিচ্ছেদ চণ্ডিকা।
ধনুর্ম্মুক্তৈঃ শিতৈর্ব্বাণৈশ্চর্ম্ম চার্ককরামলম্‌।। ১৭

শুম্ভের আগতপ্রায় সূর্যকিরণতুল্য উজ্জ্বল এবং শাণিত খড়্‌গ ও ঢাল দেবী চণ্ডিকা ধনুর্মুক্ত তীক্ষ্ণ শরসকল দ্বারা তৎক্ষণাৎ ছেদন করিলেন। ১৭

হতাশ্বঃ স তদা ˆ`Z¨wñbœaš^v বিসারথিঃ।
জগ্রাহ মুদ্গরং †Nvigw¤^Kv-wba‡bv`¨Zt|| ১৮

তখন অশ্বহীন, ভগ্নধনু ও সারথিশূন্য হইয়া শুম্ভ চণ্ডিকাকে বধ করিবার জন্য ভীষণ মুদ্গর গ্রহণ করিল। ১৮

চিচ্ছেদাপততস্তস্য মুদ্গরং নিশিতৈঃ শরৈঃ।
তথাপি সোহভ্যধাবত্তাং মুষ্টিমুদ্যম্য বেগবান্‌।। ১৯

Aw¤^Kv আক্রমণোদ্যত শুম্ভের মুদ্গর নিশিত শরের দ্বারা ছেদন করিলেন। তথাপি শুম্ভ মুষ্টি উদ্যত করিয়া দ্রুতবেগে দেবীর প্রতি ধাবিত হইল। ১৯

স মুষ্টিং পাতয়ামাস হৃদয়ে দৈত্যপুঙ্গবঃ।
দেব্যাস্তঞ্চাপি সা দেবী তলেনোরস্যতাড়য়ৎ।। ২০

সেই দৈত্যশ্রেষ্ঠ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্ট্যাঘাত করিল এবং দেবীও শুম্ভকে করতল দ্বারা তাহার বক্ষঃস্থলে প্রহার করিলেন। ২০

তলপ্রহারাভিহতো নিপপাত মহীতলে।
স দৈত্যরাজঃ সহসা পুনরেব তথোত্থিতঃ।। ২১

দৈত্যরাজ শুম্ভ দেবীর চপেটাঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইয়া হইয়া তখনই আবার মহাবেগে উত্থিত হইল। ২১

উৎপত্য চ প্রগৃহ্যোচ্চৈর্দ্দেবীং গগনমাস্থিতঃ।
তত্রাপি সা নিরাধারা যুযুুধে তেন চণ্ডিকা।। ২২

শুম্ভ দেবীকে গ্রহণ করিয়া ঊর্ধ্বে লম্ফপ্রদানপূর্বক আকাশে উঠিল। সেখানেও চণ্ডিকা wbivj¤^bv (শূন্যস্থিতা) হইয়া শুম্ভের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। ২২

নিযুদ্ধং খে তদা দৈত্যশ্চণ্ডিকা চ পরস্পরম্‌।
চক্রতুঃ প্রথমং সিদ্ধ-মুনিবিস্ময়কারকম্‌।। ২৩

তখন আকাশে শুম্ভ ও চণ্ডিকা পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্ব বাহুযুদ্ধ করিলেন। ২৩

ততো নিযুদ্ধং সুচিরং কৃত্বা †Zbvw¤^Kv সহ।
উৎপাত্য ভ্রাময়ামাস চিক্ষেপ ধরণীতলে।। ২৪

অনন্তর Aw¤^Kv শুম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে কন্দুকবৎ শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। ২৪

স ক্ষিপ্তো ধরণীং প্রাপ্য মুষ্টিমুদ্যম্য বেগতঃ।
অভ্যধাবত দুষ্টাত্মা চণ্ডিকানিধনেচ্ছয়া।। ২৫

দুরাত্মা শুম্ভ ভূতলে নিক্ষিপ্ত ও পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডিকাকে বধ করিবার জন্য দ্রুতবেগে তাঁহার দিকে ধাবিত হইল। ২৫

তমায়ান্তং ততো দেবী সর্ব্বদৈত্যজনেশ্বরম্‌।
জগত্যাং পাতয়ামাস ভিত্ত্বা শূলেন বক্ষসি।। ২৬

অনন্তর দেবী আগমনকারী সেই দৈত্যেশ্বর শুম্ভকে বক্ষঃস্থলে শূলবিদ্ধ করিয়া ভূতলে পাতিত করিলেন। ২৬

স গতাসু পপাতোর্ব্ব্যাং দেবীশূলাগ্র-বিক্ষতঃ।
চালয়ন্‌ সকলাং পৃথ্বীং সাব্ধিদ্বীপাং সপর্ব্বতাম্‌।। ২৭

শুম্ভ দেবীর শূলাগ্রের দ্বারা আহত হইয়া সাগর, দ্বীপ ও পর্বত-সহিত সমগ্র পৃথিবী কম্পিত করিয়া নিহত হইয়া ভূপতিত হইল। ২৭

ততঃ প্রসন্নমখিলং হতে তস্মিন্‌ দুরাত্মনি।
জগৎ ¯^v¯’¨gZxevc নির্ম্মলঞ্চাভবন্নভঃ।। ২৮

দুরাত্মা শুম্ভ নিহত হইলে নিখিল বিশ্ব অতিশয় প্রসন্ন ও সুস্থ হইল এবং আকাশও নির্মল হইল। ২৮

উৎপাতমেঘাঃ সোল্কা যে প্রাগাসংস্তে শমং যযুঃ।
সরিতো মার্গবাহিন্যস্তথাসংস্তত্র পাতিতে।। ২৯

শুম্ভবধের পূর্বে যে-সকল উৎপাতসূচক (অশুভকর) মেঘ উল্কাবৃষ্টি (অগ্নিবর্ষণ) করিত, শুম্ভবিনাশের পর তাহারা শান্তভাব ধারণ করিল এবং নদীসমূহ উৎপথগামিনী না হইয়া স্ব স্ব পথে প্রবাহিত হইতে লাগিল। ২৯

ততো দেবগণাঃ সর্ব্বে হর্ষনির্ভর-মানসাঃ।
বভূবুর্নিহতে তস্মিন্‌ গন্ধর্ব্বা ললিতং জগুঃ।। ৩০

অনন্তর শুম্ভ নিহত হইলে দেবতাগণের হৃদয় আনন্দপূর্ণ হইল, বিশ্বাবসু প্রভৃতি গন্ধবগণ gayi¯^‡i গান ধরিলেন ও অন্য সকলে মৃদঙ্গাদি বাজাইতে লাগিলেন এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ নৃত্য আরম্ভ করিলেন। ৩০-৩১

অবাদয়ংস্তথৈবান্যে ননৃতুশ্চাপ্সরোগণাঃ।
ববুঃ পুণ্যাস্তথা বাতাঃ সুপ্রভোহভূদ্‌ দিবাকরঃ।। ৩১

জজ্বলুশ্চাগ্নয়ঃ শান্তাঃ kvšÍw`M&RwbZ¯^bvt|| ৩২

পুণ্য বায়ু বহিতে লাগিল, সূর্য দীপ্তিশালী হইল এবং আহবনীয়াদি যজ্ঞাগ্নিসকল সর্বদিকে অশুভ শব্দাদি শান্ত করিয়া সৌম্যভাবে জ্বলিয়া উঠিল। ৩১-৩২

ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i 
দেবীমাহাত্ম্যে শুম্ভবধঃ।। ১০ম অঃ।।

শ্রীমার্কণ্ডেয়পুরাণের অন্তর্গত সাবর্ণিমনুর AwaKvim¤^Üxq দেবীমাহাত্ম্যানুবাদে শুম্ভবধনামক দশম অধ্যায় সমাপ্ত।



Print