
সপ্তমঃ অধ্যায়ঃ
সপ্তমঃ অধ্যায়ঃ |
|
মূল |
অনুবাদ |
ঋষিরুবাচ।। ১ |
মেধা ঋষি বলিলেন-তখন শুম্ভের আদেশে চণ্ডমুণ্ড প্রমুখ দৈত্যগণ হস্তী, অশ্ব, রথ ও পদাতি mgwš^Z সৈন্যবলসহ বিবিধ অস্ত্র উত্তোলন করিয়া দেবীর উদ্দেশ্যে যাত্রা করিল। ১-২ |
দদৃশুস্তে ততো দেবীমীষদ্ধাসাং ব্যবস্থিতাম্। |
অনন্তর সেই দৈত্যগণ সুবর্ণপ্রভা বিপুল হিমাচল-শৃঙ্গে সিংহের উপর সমাসীনা ও ঈষৎহাস্যবদনা Aw¤^Kv‡K দর্শন করিল। ৩ |
তে দৃষ্ট্বা তাং সমাদাতুমুদ্যমঞ্চক্রুরুদ্যতাঃ। |
তাহারা দেবীকে দর্শন করিবামাত্র উৎসাহিত হইয়া তাঁহাকে ধরিবার জন্য উদ্যত হইল এবং অপর কেহ কেহ ধনুর্গুণ আকর্ষণ ও খড়্গ উত্তোলন করিয়া দেবীর নিকটবর্ত্তী হইল। ৪ |
ততঃ কোপং PKv‡iv‰”Piw¤^Kv তানরীন্ প্রতি। |
তখন Aw¤^Kv সেই শত্রুগণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধা হইলেন এবং ভীষণ ক্রোধে তাঁহার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হইল। ৫ |
ভ্রুকুটী-কুটিলাত্তস্যা ললাট-ফলকাদ্-দ্রুতম্। |
তখন দেবীর ভ্রূকূটি-কুটিল ললাটদেশ হইতে শীঘ্র খড়্গধরা ও পাশহস্তা ভীষণবদনা কালী বিনিঃসৃতা হইলেন। ৬ |
বিচিত্র-খট্বাঙ্গধরা নরমালাবিভূষণা। |
Aw¤^Kvi ললাটোদ্ভূতা সেই চামুণ্ডা দেবী বিচিত্র নরকঙ্কালধারিণী, নরমুণ্ডমালিনী, ব্যাঘ্র-চর্ম-পরিহিতা, অস্থিচর্মমাত্রদেহা, অতিভীষণা, বিশাল-বদনা, লোলজিহ্বায় ভয়প্রদা, কোটরগত-আরক্ত-চক্ষুবিশিষ্টা এবং বিকট শব্দে দিঙ্মণ্ডলপূর্ণকারিণী। তিনি সবেগে অসুরসেনার মধ্যে ধাবিতা হইয়া প্রধান অসুরগণকে বিনাশ করিতে করিতে সৈন্যসমূহ ভক্ষণ করিতে লাগিলেন। ৭-৯ |
অতিবিস্তার-বদনা জিহ্বাললন-ভীষণা। |
|
সা বেগেনাভিপতিতা ঘাতয়ন্তী মহাসুরান্। |
|
cvwò©-MÖvnv¼zk-MÖvwn-†hvaN›Uv-mgwš^Zvb&| |
পৃষ্ঠরক্ষক, মহামাত্র (মাহুত), (গজারূঢ়) বীর ও গলঘন্টাদি-সংযুক্ত হস্তিসকলকে একহস্তে লইয়া চামুণ্ডা মুখে নিক্ষেপ করিতে লাগিলেন। ১০ |
তথৈব যোধং তুরগৈঃ রথং সারথিনা সহ। |
এইরূপে চামুণ্ডা অশ্বের সহিত অশ্বারোহী যোদ্ধাকে এবং সারথির সহিত রথকে বদনমধ্যে নিক্ষেপ করিয়া দন্তসমূহ দ্বারা অতি ভীষণরূপে চর্বণ করিতে লাগিলেন। ১১ |
একং জগ্রাহ কেশেষু গ্রীবায়ামথ চাপরম্। |
তিনি কাহাকেও কেশে, আবার কাহাকেও গ্রীবাদেশে ধরিলেন। কাহাকেও বা পদদলিত এবং অন্য কাহাকেও বা বক্ষঃস্থল দ্বারা মর্দিত করিলেন। ১২ |
তৈর্মুক্তানি চ শস্ত্রাণি মহাস্ত্রাণি তথাসুরৈঃ। |
সেই অসুরগণ কর্তৃক নিক্ষিপ্ত আগ্নেয় ও বায়ব্যাদি অস্ত্রশস্ত্রসমূহ মুখে ধরিয়া চামুণ্ডা ক্রোধে দন্ত দ্বারা চর্বিত করিলেন। ১৩ |
বলিনাং তদ্ বলং সর্ব্বমসুরাণাং মহাত্মনাম্। |
তখন বলবান্ মহাকায় অসুরদিগের সেই সমস্ত সৈন্যের কতকাংশ মর্দন, কতকাংশ ভক্ষণ এবং অবশিষ্টগুলিকে নিদারুণভাবে তিনি আঘাত করিলেন। ১৪ |
অসিনা নিহতাঃ কেচিৎ কেচিৎ খট্বাঙ্গতাড়িতাঃ। |
কোন কোন অসুর খড়্গাঘাতে নিহত হইল। কেহ খট্বাঙ্গের প্রহারে এবং কেহ বা দন্তাগ্রের আঘাতে বিনষ্ট হইল। ১৫ |
ক্ষণেন তদ্ বলং সর্ব্বমসুরাণাং নিপাতিতম্। |
অসুরগণের সেই সমস্ত সৈন্য মূহূর্তমধ্যে নিহত হইল দেখিয়া অসুরসেনাপতি চণ্ড সেই অতি ভয়ঙ্করা চামুণ্ডার অভিমুখে ধাবিত হইল। ১৬ |
শরবর্ষৈর্মহাভীমৈর্ভীমাক্ষীং তাং মহাসুরঃ। |
চণ্ড ভীষণ শরবর্ষণ দ্বারা এবং মুণ্ড সহস্র সহস্র চক্রাস্ত্র নিক্ষেপ দ্বারা সেই ভীমনেত্রা চামুণ্ডাকে আচ্ছন্ন করিল। ১৭ |
তানি চক্রাণ্যনেকানি বিশমানানি তন্মুখম্। |
কাল মেঘের মধ্যে অবস্থিত অসংখ্য m~h©we‡¤^i ন্যায় অসংখ্য চক্র তাঁহার মুখগহ্বরে প্রবিষ্ট হইয়া শোভা পাইতে লাগিল। ১৮ |
ততো জহাসাতিরুষা ভীমং ভৈরবনাদিনী। |
অনন্তর ভীমনাদিনী চামুণ্ডা অতি ক্রোধে ভীষণ অট্টহাস্য করিলেন। তখন তাঁহার করাল-বদনমধ্যস্থ ভীষণ দন্তসমূহের প্রভায় তিনি তেজোময়ী হইলেন। ১৯ |
উত্থায় চ মহাসিংহং দেবী চণ্ডমধাবত। |
ক্রোধসূচক হং শব্দে দেবী মহাখড়্গ উত্তোলনপূর্বক চণ্ডের দিকে ধাবিতা হইলেন এবং উহাকে কেশে ধরিয়া সেই খড়্গের দ্বারা তাহার মস্তক ছেদন করিলেন। ২০ |
অথ মুণ্ডোহপ্যধাবৎ তাং দৃষ্ট্বা চণ্ডং নিপাতিতম্। |
অনন্তর চণ্ডকে নিহত দেখিয়া মুণ্ডও চামুণ্ডার প্রতি ধাবিত হইল। তখন চামুণ্ডা ক্রোধে তাহাকেও খড়্গাঘাতে ভূতলশায়ী করিলেন। ২১ |
হতশেষং ততঃ সৈন্যং দৃষ্ট্বা চণ্ডং-নিপাতিতম্। |
অতঃপর হতাবশিষ্ট সৈন্যগণ মহাবীর চণ্ড ও মুণ্ডকে নিহত দেখিয়া ভয়ার্ত হইয়া চারিদিকে পলায়ন করিল। ২২ |
শিরশ্চণ্ডস্য কালী চ গৃহীত্বা মুণ্ডমেব চ। |
চামুণ্ডা চণ্ডের ও মুণ্ডের মস্তকদ্বয় লইয়া চণ্ডিকার নিকট আগমনপূর্বক প্রচণ্ড অট্টহাস্যমিশ্রিত বাক্যে বলিলেন-। ২৩ |
ময়া তবাত্রোপহৃতৌ চণ্ডমুণ্ডৌ মহাপশূ। |
এই যুদ্ধরূপ যজ্ঞে আপনাকে মহাপশু চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় উপহার দিলাম। আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করিবেন। ২৪ |
ঋষিরুবাচ।। ২৫ |
মেধা ঋষি বলিলেন-তখন কালী কর্তৃক আনীত মহাসুর চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় দেখিয়া কল্যাণী চণ্ডিকা দেবী কালীকে মধুর বাক্যে বলিলেন-। ২৫-২৬ |
যস্মাচ্চণ্ডঞ্চ মুণ্ডঞ্চ গৃহীত্বা ত্বমু-পাগতা। |
দেবি, তুমি চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে। ২৭ |
ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i দেবীমাহাত্ম্যে |
শ্রীমার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সাবর্ণিমনুর AwaKvim¤^Üxq দেবীমাহাত্ম্যানুবাদে চণ্ডমুণ্ডবধনামক সপ্তম অধ্যায় সমাপ্ত। |