
ত্রয়োদশঃ অধ্যায়ঃ
ত্রয়োদশঃ অধ্যায়ঃ |
|
মূল |
অনুবাদ |
ঋষিরুবাচ।। ১ |
মেধা ঋষি বলিলেন-হে সুরথ, তোমাকে এই সর্বার্থসাধক দেবীমাহাত্ম্য বলিলাম। সেই দেবী ঈদৃশ cÖfvevwš^Zv| তিনিই নিখিল বিশ্ব ধারণ করেন। ১-২ |
বিদ্যা তথৈব ক্রিয়তে ভগবদ্বিষ্ণুমায়য়া।। ৩ |
সেই ভগবতী বিষ্ণুমায়াই আবার তত্ত্বজ্ঞান প্রদান করেন। তিনিই তোমাকে, এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকাভিমানী পণ্ডিতগণকে পূর্বে মোহাচ্ছন্ন করিয়াছেনম সেইরূপ অপর অবিবেকিগণকে সমপ্রতি মোহগ্রস্ত করিতেছেন এবং উত্তরকালেও মোহযুক্ত করিবেন। ৩-৪ |
তয়া ত্বমেব বৈশ্যশ্চ তথৈবান্যে বিবেকিনঃ। |
|
তামুপৈহি মহারাজ! শরণং পরমেশ্বরীম্। |
হে মহারাজ, সেই পরমেশ্বরীরই শরণাগত হও। তাঁহাকে ভক্তিপূর্বক আরাধনা তিনিই ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে ¯^M©myL ও মুক্তিপ্রদান করিবেন। ৪-৫ |
মার্কণ্ডেয় উবাচ।। ৬ |
মার্কণ্ডেয় মুনি বলিলেন-হে মহামুনি ভাগুরি, রাজা সুরথ শত্রুকর্তৃক রাজ্যাপহরণ জন্য এবং সমাধি নামক বৈশ্য পুত্র-মিত্র-কলত্রাদিতে অধিক মমতা ছেদন নিমিত্ত বৈরাগ্যবান্ হইয়া মেধা ঋষির এইরূপ উপদেশ-শ্রবণানন্তর কঠোর ব্রতনিষ্ঠ মহাভাগ সেই ঋষিকে প্রণতিপূর্বক সেইক্ষণেই দেবীর আরাধনার্থ গমন করিলেন। ৬-৯ |
নির্ব্বিণ্নোহতিমমত্বেন রাজ্যাপহরণেন চ। |
|
স›`k©bv_©g¤^vqv নদীপুলিন-সংস্থিতঃ। |
|
তৌ তস্মিন্ পুলিনে দেব্যাঃ কৃত্বা মূর্ত্তিং মহীময়ীম্। |
সুরথ ও সমাধি উভয়ে সেই নদীতটে দুর্গাদেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করিয়া পুষ্প, ধূপ, দীপ ( বা হোম ) ও নৈবেদ্যাদি দ্বারা দেবীর পূজা করিলেন। ১০-১১ |
নিরাহারৌ যতাহারৌ তন্মনস্কৌ সমাহিতৌ। |
তাঁহারা কখনও নিরাহার, কখনও বা অল্পাহারী এবং সমাহিত হইয়া তদ্গতচিত্তে ¯^‡`n-i³-wm³ (পশুকুষ্মাণ্ডাদি) বলি দেবীর চরণে নিবেদন করিলেন। ১১-১২ |
এবং সমরাধয়তোস্ত্রিভির্ব্বর্ষৈর্যতাত্মনোঃ। |
তিন বৎসর এইরূপে সংযতচিত্তে দেবীর আরাধনার ফলে RM`¤^v চণ্ডিকা সন্তুষ্টা হইলেন এবং প্রত্যক্ষভাবে আবির্ভূতা হইয়া বলিলেন- ১২-১৩ |
দেব্যুবাচ।। ১৩ |
চণ্ডিকাদেবী কহিলেন-হে রাজন্ এবং বৈশ্যকুলনন্দন, তোমরা উভয়ে আমার নিকট যাহা যাহা প্রার্থনা করিতেছ তৎসমুদায় পাইবে। আমি সন্তুষ্টা হইয়া তোমাদিগকে তাহা প্রদান করিব। ১৪-১৫ |
মার্কণ্ডেয় উবাচ।। ১৫ |
মার্কণ্ডেয় ঋষি বলিলেন-অনন্তর রাজা সুরথ জন্মান্তরে সাবর্ণি-মনুরূপে চিরস্থায়ী রাজ্য এবং এইজন্মে ¯^xq শক্তিপ্রভাবে শত্রুবিনাশপূর্বক অপহৃত ¯^iv‡R¨i উদ্ধার প্রার্থনা করিলেন। ১৬-১৭ |
সোহপি বৈশ্যস্ততো জ্ঞানং বব্রে নির্ব্বিণ্নমানসঃ। |
অনন্তর বুদ্ধিমান্ ও বৈরাগ্যবান্ সেই বৈশ্য সমাধিও স্ত্রীপুত্রধনাদি ‘আমার’ এবং দেহাদি ‘আমি’-এই প্রকার সংসারাসক্তি-নাশক তত্ত্বজ্ঞান প্রার্থনা করিলেন। ১৮ |
দেব্যুবাচ।। ১৮ |
চণ্ডীদেবী বলিলেন-হে নরপতি, অতি অল্পদিনের মধ্যেই তুমি শত্রুনাশ করিয়া নিজ রাজ্য পুনরায় লাভ করিবে। তোমার সেই রাজ্যের আর বিচ্যুতি (স্খলন) হইবে না। ১৯-২১ |
হত্বা রিপূনস্খলিতং তব তত্র ভবিষ্যতি।। ২০ |
|
মৃতশ্চ ভূয়ঃ সমপ্রাপ্য জন্ম দেবাদ্ wee¯^Zt|| ২১ |
এবং মৃত্যুর পর পুনরায় তুমি সূর্যদেব হইতে তৎপত্নী সবর্ণার গর্ভে জন্মলাভ করিয়া পৃথিবীতে সাবর্ণি নামে অষ্টম মনু হইবে। ২২-২৩ |
সাবর্ণিকো নাম মনুর্ভবান্ ভুবি ভবিষ্যতি।। ২২ |
|
বৈশ্যবর্য্য! ত্বয়া যশ্চ বরোহস্মত্তোহভিবাঞ্ছিতঃ।। ২৩ |
হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ, তাহা তোমাকে প্রদান করিতেছি। তোমার মুক্তিপ্রদ ব্রহ্মজ্ঞান লাভ হইবে। ২৪-২৫ |
তং প্রযচ্ছামি সংসিদ্ধ্যৈ তব জ্ঞানং ভবিষ্যতি।। ২৪ |
|
মার্কণ্ডেয় উবাচ।। ২৫ |
মার্কণ্ডেয় বলিলেন-জগন্মাতা উভয়কে স্ব স্ব অভিলাষানুরূপ বর প্রদান করিলেন এবং তাঁহাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্তুতা হইয়া তৎক্ষণাৎ অন্তর্হিতা হইলেন। ২৬-২৭ |
বভূবান্তর্হিতা সদ্যো ভক্ত্যা তাভ্যামভিষ্টুতা।। ২৭ |
|
এবং দেব্যা বরং লব্ধ্বা সুরথঃ ক্ষত্রিয়র্ষভঃ। |
এইরূপে মহামায়ার নিকট হইতে বরলাভ করিয়া ক্ষত্রিয়শ্রেষ্ঠ সুরথ সূর্য ও তৎপত্নী সবর্ণার তনয়রূপে জন্মলাভপূর্বক সাবর্ণি নামক অষ্টম মনু (gš^šÍivwacwZ) হইবেন, সাবর্ণি-নামক অষ্টম মনু হইবেন। ২৮-২৯ |
সাবর্ণির্ভবিতা মনুঃ ক্লীং ওঁ।। ২৯ |
|
ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i |
শ্রীমার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সাবর্ণি মনুর AwaKvi-m¤^Üxq দেবীমাহাত্ম্যানুবাদে সুরথ ও বৈশ্যের বরপ্রদাননামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। |