
নবমঃ অধ্যায়ঃ
নবমঃ অধ্যায়ঃ |
|
মূল |
অনুবাদ |
রাজোবাচ।। ১ |
রাজা সুরথ মেধা মুনিকে বলিলেন-হে ভগবন্, আপনি রক্তবীজ-বধ m¤^‡Ü দেবীর যে কর্ম ও প্রভাব আমাকে বলিলেন, ইহা অতি অদ্ভূত। ১-২ |
ভূয়শ্চেচ্ছাম্যহং শ্রোতুং রক্তবীজে নিপাতিতে। |
রক্তবীজ নিহত হইলে অতি কুপিত শুম্ভ ও নিশুম্ভ যাহা যাহা করিয়াছিল তাহা আমি আরও শুনিতে ইচ্ছা করি। ৩ |
ঋষিরুবাচ।। ৪ |
মেধা ঋষি বলিলেন-যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ নিহত হইলে শুম্ভ ও নিশুম্ভ অতিশয় কুপিত হইল। ৪-৫ |
হন্যমানং মহাসৈন্যং বিলোক্যামর্যমুদ্বহন্। |
অনন্তর অসুরসৈন্যগণ দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া নিশুম্ভ ক্রোধে অধীর হইয়া যুদ্ধ করিবার জন্য প্রধান প্রধান সৈন্যের সহিত দেবীর দিকে ধাবিত হইল। ৬ |
তস্যাগ্রতস্তথা পৃষ্ঠে পার্শ্বয়োশ্চ মহাসুরাঃ। |
নিশুম্ভের সম্মুখে, পশ্চাতে ও উভয় পার্শ্বে মহাসুরগণ ক্রুদ্ধ হইয়া অধর দংশন করিতে করিতে দেবীকে বধ করিবার জন্য উপস্থিত হইল। ৭ |
আজগাম মহাবীর্য্যঃ শুম্ভোহপি ¯^e‰je©„Zt| |
মহাবীর শুম্ভও ¯^‰m‡b¨ পরিবেষ্টিত হইয়া ব্রহ্মাণী-প্রমুখ মাতৃগণের সহিত যুদ্ধ করিয়া ক্রোধে চণ্ডিকাকে বধ করিতে আসিল। ৮ |
ততো যুদ্ধমতীবাসীৎ দেব্যা শুম্ভ-নিশুম্ভয়োঃ। |
তখন শুম্ভ ও নিশুম্ভ বারিবর্ষণকারী মেঘদ্বয়ের ন্যায় অতি ভীষণভাবে বাণ বর্ষণপূর্বক চণ্ডিকার সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। ৯ |
চিচ্ছেদাস্তাঞ্ছরাংস্তাভ্যাং চণ্ডিকাশু শরোৎকারৈঃ। |
চণ্ডিকা দেবী ¯^xq বাণসমূহ দ্বারা শুম্ভ ও নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত বাণসকল ছেদন করিলেন এবং সেই অসুরাধিপতিদ্বয়ের সর্বাঙ্গে শস্ত্রসমূহ দ্বারা আঘাত করিলেন। ১০ |
নিশুম্ভো নিশিতং খড়্গং চর্ম্ম চাদায় সুপ্রভম্।ড় |
নিশুম্ভ শাণিত খড়্গ ও উজ্জল ঢাল গ্রহণ করিয়া চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তকে প্রহার করিল। ১১ |
তাড়িতে বাহনে দেবী খুরপ্রেণাসিমুত্তমম্। |
¯^xq বাহন সিংহ আহত হইলে দেবী খুরপ্রাস্ত্র দ্বারা তৎক্ষণাৎ নিশুম্ভের উত্তম অসি ও অষ্টচন্দ্রযুক্ত ঢাল ছেদন করিলেন। ১২ |
ছিন্নে চর্ম্মণি খড়্েগ চ শক্তিং চিক্ষেপ সোহসুরঃ। |
ঢাল ও খড়্গ ভগ্ন হইলে সেই নিশুম্ভ শক্তি-অস্ত্র নিক্ষেপ করিল। অভিমুখাগত তাহার সেই শক্তি-অস্ত্রও চণ্ডিকা চক্রদ্বারা দুই খণ্ড করিলেন। ১৩ |
কোপাধ্মাতো নিশুম্ভোহথ শূলং জগ্রাহ দানবঃ। |
অনন্তর নিশুম্ভাসুর ক্রোধে প্রজ্বলিত হইয়া শূল নিক্ষেপ করিল। সেই শূল আসিতে না আসিতেই চণ্ডিকা মুষ্ট্যাঘাতে তাহাও চূর্ণ করিলেন। ১৪ |
আবিধ্যাথ গদাং সোহপি চিক্ষেপ চণ্ডিকাং প্রতি। |
তখন নিশুম্ভও গদা ঘূর্ণিত করিয়া চণ্ডিকার দিকে নিক্ষেপ করিল। দেবী সেই গদাও ত্রিশূলের দ্বারা ভগ্ন ও ভস্মীভূত করিলেন। ১৫ |
ততঃ পরশুহস্তং তমায়ান্তং দৈত্যপুঙ্গবম্। |
তখন দেবী কুঠারহস্তে আগমনকারী সেই দৈত্যশ্রেষ্ঠ নিশুম্ভকে বাণাঘাতে আহত করিয়া ভূপাতিত করিলেন। ১৬ |
তস্মিন্নিপতিতে ভূমৌ নিশুম্ভে ভীমবিক্রমে। |
ভীমবিক্রম ভ্রাতা নিশুম্ভ ভূমিতে পতিত হইলে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধা হইয়া Aw¤^Kv‡K বধ করিবার জন্য ধাবিত হইল। ১৭ |
স রথস্থস্তথাত্যুচ্চৈর্গৃহীত পরামায়ুধৈঃ। |
শুম্ভ রথারূঢ় হইয়া অনুপম ও সুদীর্ঘ অষ্টহস্তে পরমাস্ত্রসকল ধারণপূর্বক সমস্ত আকাশ ব্যাপিয়া শোভা পাইতে লাগিল। ১৮ |
তমায়ান্তং সমালোক্য দেবী শঙ্খমবাদয়ৎ। |
চণ্ডিকা শুম্ভকে আসিতে দেখিয়া শঙ্খধ্বনি এবং অতীব দুঃসহ ধনুষ্টঙ্কার করিলেন। ১৯ |
পূরয়ামাস ককুভো wbRN›Uv¯^‡bb চ। |
দেবী দৈত্যসৈন্যসমূহের বলহানিকর নিজ ঘন্টাশব্দে দশদিক পরিপূর্ণ করিলেন। ২০ |
ততঃ সিংহো মহানাদৈস্ত্যাজিতেভমহামদৈঃ। |
অনন্তর সিংহ মত্ত হস্তিগণের মদস্রাবনিবারক (ভীতিজনক) মহাগর্জন দ্বারা আকাশ, পৃথিবী ও যুদ্ধক্ষেত্রের দশদিক পূর্ণ করিল। ২১ |
ততঃ কালী সমুৎপত্য গগনং ক্ষ্মামতাড়য়ৎ। |
অনন্তর কালী উলম্ফনে আকাশে উঠিয়া করদ্বয় দ্বারা ভূমিতে আঘাত করিলেন। সেই তুমূল শব্দে পূর্বোত্থিত সকল ধ্বনি তিরোহিত হইল। ২২ |
অট্টাট্টহাসমশিবং শিবদূতী চকার হ।ড় |
শিবদূতী শত্রুগণের ভীতিজনক মহা অট্টহাস্য করিলেন। সেই হাস্যধ্বনিতে অসুরগণ ত্রস্ত ও শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হইল। ২৩ |
দুরাত্মংস্তিষ্ঠ তিষ্ঠেতি e¨vRnvivw¤^Kv যদা। |
যখন দেবী Aw¤^Kv শুম্ভকে ‘রে দুষ্ট, থাম, থাম’, এইরূপ বলিলেন, তখন আকাশে দেবগণ জয়ধ্বনি করিলেন। ২৪ |
শুম্ভেনাগত্যা যা শক্তির্মুক্তা জ্বালাতিভীষণা। |
শুম্ভ যুদ্ধক্ষেত্রে আসিয়া অতি ভীষণ শিখাযুক্ত ও অগ্নিরাশির ন্যায় তেজোময় যে শক্ত্যস্ত্র নিক্ষেপ করিল, তাহা আসিতে আসিতে দেবীর মহোল্কা নামক মহাজ্বালাবতী শক্ত্যস্ত্রদ্বারা বিনষ্ট হইল। ২৫ |
সিংহনাদেন শুম্ভস্য ব্যাপ্তং লোকত্রয়ান্তরম্। |
হে রাজা সুরথ, শুম্ভের সিংহনাদে ত্রিভুবনের মধ্যস্থল (ভুবর্লোক) কম্পিত হইল। অকস্মাৎ ঘোর বজ্রধ্বনি শুম্ভের সেই হুঙ্কারশব্দকে অভিভূত করিল। ২৬ |
শুম্ভমুক্তাঞ্ছরান্ দেবী শুম্ভস্তৎ প্রহিতাঞ্ছরান্। |
শুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত শত শত, সহস্র সহস্র শর দেবী ¯^xq ভীষণ শরসমূহ দ্বারা ছেদন করিলেন এবং শুম্ভও দেবী কর্তৃক নিক্ষিপ্ত অগণিত শর ¯^xq বাণে ছিন্ন করিল। ২৭ |
ততঃ সা চণ্ডিকা ক্রুদ্ধা শূলেনাভিজঘান তম্। |
তৎপর চণ্ডিকা ক্রুদ্ধা হইয়া শুম্ভকে শূলদ্বারা আঘাত করিলেন। তখন সে আহত ও মূর্ছিত হইয়া ভূমিতে নিপতিত হইল। ২৮ |
ততো নিশুম্ভঃ সমপ্রাপ্য চেতনামাত্তকার্ম্মুকঃ। |
অনন্তর নিশুম্ভ সংজ্ঞালাভপূর্বক ধনু হাতে লইয়া শরদ্বারা চণ্ডিকা, চামুণ্ডা ও সিংহকে আঘাত করিতে লাগিল। ২৯ |
পুনশ্চ কৃত্বা বাহূনামযুতং দনুজেশ্বরঃ। |
পুনরায় দানবেশ্বর নিশুম্ভ দশ সহস্র বাহু বিস্তার করিয়া চণ্ডিকাকে চক্রাস্ত্র দ্বারা আচ্ছাদন করিল। ৩০ |
ততো ভগবতী ক্রুদ্ধা দুর্গা দুর্গার্ত্তিনাশিনী। |
তদনন্তর বিপন্ন জনের দুস্তরভয়হারিণী ভগবতী দুর্গা ক্রুদ্ধা হইয়া নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত সেই সকল চক্র ও বাণ ¯^xq বাণের দ্বারা ছিন্ন করিলেন। ৩১ |
ততো নিশুম্ভো বেগেন গদামাদায় চণ্ডিকাম্। |
তৎপর নিশুম্ভ দৈত্যসৈন্য বেষ্টিত হইয়া গদা লইয়া চণ্ডিকাকেই বধ করিতে তাঁহার দিকে দ্রুতবেগে ধাবিত হইল। ৩২ |
তস্যাপতত এবাশু গদাং চিচ্ছেদ চণ্ডিকা। |
¯^g¯Í‡K পতিতপ্রায় নিশুম্ভের গদাটি চণ্ডিকা শীঘ্রই তীক্ষ্ণধার খড়্গ দ্বারা ছেদন করিলেন। তখন নিশুম্ভ শূল গ্রহণ করিল। ৩৩ |
শূলহস্তং সমায়ান্তং নিশুম্ভমমরার্দ্দনম্। |
তখন চণ্ডিকা অতিবেগে ঘূর্ণিত ¯^xq শূল দ্বারা শূলহস্তে আগমনকারী দেবশত্রু নিশুম্ভের বক্ষঃস্থল বিদীর্ণ করিলেন। ৩৪ |
ভিন্নস্য তস্য শূলেন হৃদয়ান্নিঃসৃতোহপরঃ। |
নিশুম্ভের শূলবিদ্ধ হৃদয় হইতে মহাবল মহাবীর্য অপর এক মহাসুর ‘থাম্’ ‘থাম্’ বলিতে বলিতে বহির্গত হইল। ৩৫ |
তস্য নিষ্ক্রামতো দেবী প্রহস্য ¯^নer ততঃ। |
তখন দেবী অট্টহাস্য করিয়া নিশুম্ভের হৃদয়-নিঃসৃত সেই অসুরের মস্তক খড়্গ দ্বারা ছেদন করিলেন। সে তখন ভূপতিত হইল। ৩৬ |
ততঃ সিংহশ্চখাদোগ্রদংষ্ট্রাক্ষুণ্ন-শিরোধরান্। |
তখন সিংহ সেই অসুরগণের গ্রীবা (ঘাড়) উগ্র দন্ত দ্বারা বিচ্ছিন্ন করিল এবং কালী ও শিবদূতী অন্যান্য অসুরগণকে নিধন করিলেন। ৩৭ |
কৌমারী-শক্তি-নির্ভিন্নাঃ কেচিন্নেশুর্ম্মহাসুরাঃ। |
কোন কোন মহাসুর কৌমারীর শক্তি-অস্ত্র দ্বারা বিদীর্ণ হইয়া বিনষ্ট হইল। অপর কেহ কেহ ব্রহ্মাণীর প্রণবপূত জল দ্বারা দূরীকৃত হইল। ৩৮ |
মাহেশ্বরী-ত্রিশূলেন ভিন্নাঃ পেতুস্তথাপরে। |
অপর অনেকে মাহেশ্বরীর ত্রিশূলাঘাতে বিদীর্ণ এবং অন্যান্য অনেকে বারাহীর মুখাঘাতে চূর্ণীকৃত হইয়া ভূতলে পতিত হইল।৩৯ |
খণ্ডখণ্ডঞ্চ চক্রেণ বৈষ্ণব্যা দানবাঃ কৃতাঃ। |
বৈষ্ণবী চক্রের দ্বারা দৈত্যগণকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন এবং সেইরূপে ঐন্দ্রী অঙ্গুলি-নিক্ষিপ্ত বজ্র দ্বারা অন্যান্য অসুরকেও খণ্ড খণ্ড করিলেন। ৪০ |
কেচিদ্ বিনেশুরসুরাঃ কেচিন্নষ্টা মহাহবাৎ। |
মহাযুদ্ধে কোন কোন অসুর নিহত হইল ও কেহ কেহ অদৃশ্য হইল। অন্যান্য অসুরকে কালী, শিবদূতী ও পশুরাজ সিংহ ভক্ষণ করিলেন। ৪১ |
ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i |
শ্রীমার্কণ্ডেয়পুরাণের অন্তর্গত সাবর্ণিমনুর AwaKvim¤^Üxq দেবী-মাহাত্ম্যানুবাদে নিশুম্ভবধনামক নবম অধ্যায় সমাপ্ত। |