Increase Reset Decrease

দ্বাদশঃ অধ্যায়ঃ

দ্বাদশঃ অধ্যায়ঃ
ওঁ নমশ্চণ্ডিকায়ৈ।
ভগবতীবাক্য

মূল

অনুবাদ

দেব্যুবাচ।। ১
এভিঃ স্তবৈশ্চ মাং নিত্যং স্তোষ্যতে যঃ সমাহিতঃ।
তস্যাহং সকলাং বাধাং নাশয়িষ্যাম্যসংশয়ম্‌।। ২

চণ্ডী দেবী বলিলেন- যে ব্যক্তি এই সকল স্তব দ্বারা সমাহিতচিত্তে নিত্য আমার স্তব করিবে, আমি তাহাকে ঐহিক ও পারত্রিক সকল বিপদ হইতে নিশ্চয়ই মুক্ত করিব। ১-২

মধুকৈটভনাশঞ্চ মহিষাসুর-ঘাতনম্‌।
কীর্ত্তয়িষ্যন্তি যে তদ্বদ্‌ বধং শুম্ভনিশুম্ভয়োঃ।। ৩

যাহারা একাগ্রচিত্তে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী, নবমী ও চতুর্দশী তিথিতে মধুকৈটভ-বধ, মহিষাসুর-বধ এবং সেইরূপ শুম্ভনিশুম্ভ-বধ ভক্তিপূর্বক পাঠ করিবে বা পাঠে অসমর্থ হইলে আমার এই উৎকৃষ্ট মাহাত্ম্য শ্রবণ করিবে- ৩-৪

অষ্টম্যাঞ্চ চতুর্দ্দশ্যাং নবম্যাঞ্চৈকচেতসঃ।
শ্রোষ্যন্তি চৈব যে ভক্ত্যা মম মাহাত্ম্যমুত্তমম্‌।। ৪

ন তেষাং দুষ্কৃতং কিঞ্চিদ্‌ দুষ্কৃতোত্থা ন চাপদঃ।
ভবিষ্যতি ন দারিদ্র্যং ন চৈবেষ্ট-বিয়োজনম্‌।। ৫

তাহাদের কোন পাপ থাকিবে না এবং পাপজনিত বিপদ, দারিদ্র্য ও প্রিয়বিয়োগ হইবে না। ৫

শত্রুতো ন ভয়ং তস্য দস্যুতো বা ন রাজতঃ।
ন শস্ত্রানল-তোয়ৌঘাৎ কদাচিৎ সম্ভবিষ্যতি।। ৬

চণ্ডীর পাঠক বা শ্রোতার শত্রু, দস্যু বা রাজা হইতে এবং শস্ত্র, অগ্নি ও জলপ্রবাহ হইতে কখনও কোন বিপদের আশঙ্কা হইবে না। ৬

তস্মান্মমৈতন্মাহাত্ম্যং পঠিতব্যং সমাহিতৈঃ।
শ্রোতব্যঞ্চ সদা ভক্ত্যা পরং ¯^¯Í¨qbs হি তৎ।। ৭

অতএব আমার এই মাহাত্ম্য সমাহিতচিত্তে নিত্য ভক্তিপূর্বক পাঠ বা শ্রবণ করা কর্তব্য। কারণ তাহা অতিশয় মঙ্গলজনক। ৭

উপসর্গানশেষাংস্তু মহামারী-সমুদ্ভবান্‌।
তথা ত্রিবিধমুৎপাতং মাহাত্ম্যং শময়েন্মম।। ৮

আমার মাহাত্ম্য মহামারীজনিত সর্বপ্রকার উপদ্রব এবং আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই ত্রিবিধ উৎপাতও নিবারণ করে। ৮

যত্রৈতৎ পঠ্যতে সম্যঙ্‌ নিত্যমায়তনে মম।
সদা ন তদ্‌ বিমোক্ষ্যামি সান্নিধ্যং তত্র মে স্থিতম্‌।। ৯

আমার এই মাহাত্ম্য যে গৃহে নিত্য যথোক্তপ্রকারে অর্থাবধারণপূর্বক পঠিত হয়, সেই গৃহ আমি কখনও ত্যাগ করি না। পরন্তু তথায় আমি সর্বদা অবস্থান করি। ৯

বলিপ্রদানে পূজায়ামগ্নিকার্য্যে মহোৎসবে।
সর্ব্বং মমৈতচ্চরিতমুচ্চার্য্যং শ্রাব্যমেব চ।। ১০

বলিদানে, দেবতার পূজায়, যজ্ঞ ও হোমাদিতে এবং পুত্রজন্ম-বিবাহাদি মহোৎসবে আমার এই মাহাত্ম্য সম্পূর্ণরূপে পাঠ ও শ্রবণ করা অবশ্য কর্তব্য। ১০

জানতাজানতা বাপি বলিপূজাং তথা কৃতাম্‌।
প্রতীচ্ছিষ্যাম্যহং প্রীত্যা বহ্নিহোমং তথা কৃতম্‌।। ১১

আমার মাহাত্ম্য-পাঠের পর বিধিপূর্বক বা অবিধিপূর্বক অনুষ্ঠিত বলিদানসহকারে পূজা এবং আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত হোমাদি আমি প্রীতিপূর্বক গ্রহণ করি। ১১

শরৎকালে মহাপূজা ক্রিয়তে যা চ বার্ষিকী।
তস্যাং মমৈতন্মাহাত্ম্যং শ্রুত্বা fw³-mgwš^Zt|| ১২

শরৎকালে [ও বসন্তকালে] (শুক্লা প্রতিপদ হইতে নবরাত্রি) যে বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তাহাতে আমার এই মাহাত্ম্য ভক্তিপূর্বক শ্রবণ করিলে মানুষ আমার কৃপায় নিরাপদে ধনধান্যপুত্রাদিলাভে সমর্থ হইবে, সন্দেহ নাই। ১২-১৩

সর্ব্ববাধাবিনির্ম্মুক্তো aনavb¨myZvwš^Zt|
মনুষ্যো মৎপ্রসাদেন ভবিষ্যতি b সংশয়।। ১৩

শ্রুত্বা মমৈতন্মাহাত্ম্যং তথা চোৎপত্তয়ঃ শুভাঃ।
পরাক্রমঞ্চ যুদ্ধেষু জায়তে নির্ভয়ঃ পুমান্‌।। ১৪

আমার এই মাহাত্ম্য-কথা এবং ব্রাহ্মী প্রভৃতি রূপে আমার শুভাবির্ভাববৃত্তান্ত এবং সকল যুদ্ধে আমার অমিতবিক্রমের বিষয় শ্রবণ করিয়া মানুষ ভয়মুক্ত হয়। ১৪

রিপবঃ সংক্ষয়ং যান্তি কল্যাণঞ্চোপপদ্যতে।
নন্দতে চ কুলং পুংসাং মাহাত্ম্যং মম k„Y^Zvg&|| ১৫

যাহারা আমার এই মাহাত্ম্য শ্রবণ করে তাহাদের শত্রুকুলধ্বংস হয়, কল্যাণলাভ হয় এবং বংশের উন্নতি হয়। ১৫

শান্তিকর্ম্মণি সর্ব্বত্র তথা `yt¯^cœ`k©‡b|
গ্রহপীড়াসু চোগ্রাসু মাহাত্ম্যং শৃণুয়ান্মম।। ১৬

সকল প্রকার শান্তিকর্মে, `yt¯^cœ-`k©‡b কিংবা গ্রহপীড়াসময়ে আমার মাহাত্ম্যপাঠ শ্রবণ করিবে। ১৬

উপসর্গাঃ শমং যান্তি গ্রহপীড়াশ্চ দারুণাঃ।
`yt¯^cœÂ নৃভির্দৃষ্টং my¯^cœgycRvq‡Z|| ১৭

এই মাহাত্ম্যপাঠে বা শ্রবণে রোগাদি উপসর্গ ও গ্রহজনিত দারুণ ক্লেশ বিনষ্ট হয় এবং মনুষ্যকর্তৃক `„ó-`yt¯^cœ my¯^‡cœ পরিণত হয়, অর্থাৎ `yt¯^cœ কুফল প্রদান না করিয়া সুফল প্রদান করে। ১৭

বালগ্রহাভিভূতানাং বালানাং শান্তিকারকম্‌।
সংঘাতভেদে চ নৃণাং মৈত্রীকরণমুত্তমম্‌।। ১৮

আমার এই মাহাত্ম্যপাঠে বা শ্রবণে (কুমারতন্ত্র প্রসিদ্ধ) ডাকিনী ও পূতনাদি বালগ্রহ দ্বারা আক্রান্ত শিশুগণের শান্তিলাভ হয এবঙ মানুষের বন্ধু-বিচ্ছেদে উত্তমরূপে পুনর্মিলন ও সৌহার্দ্য স্থাপিত হয়। ১৮

দুর্ব্বৃত্তানামশেষাণাং বলহানিকরং পরম।
রক্ষোভূতপিশাচানাং পঠনাদেব নাশনম্‌।। ১৯

আমার এই মাহাত্ম্যসমূহ দুর্বৃত্তগণের বলনাশ করে এবং কেবলমাত্র এই সকলের পাঠ দ্বারাই রক্ষঃ, ভূত ও পিশাচগণ অপসৃত হয়। ১৯

সর্ব্বং মমৈতন্মাহাত্ম্যং মম সন্নিধিকারকম্‌।
পশুপুষ্পার্ঘ্যধূপৈশ্চ গন্ধদীপৈস্তথোত্তমৈঃ।। ২০

আমার এই মাহাত্ম্য সম্পূর্ণ পাঠ বা শ্রবণ করিলে পাঠক বা শ্রোতা আমার সান্নিধ্য লাভ করে। উত্তম পশু, পুষ্প, অর্ঘ্য, ধূপ, গন্ধ, প্রদীপ, হোম, পঞ্চামৃতাদি বিবিধ অভিষেকদ্রব্য ও অন্যান্য উত্তম উপচার-প্রদান এবং ব্রাহ্মণ-ভোজনাদি দ্বারা দিবারাত্রি এক বৎসর পূজা করিলে আম যেরূপ প্রসন্ন হই, একবারমাত্র আমার এই মাহাত্ম্য-শ্রবণে আমি সেইরূপ প্রীতিলাভ করি। ২০-২২

বিপ্রাণাং ভোজনৈর্হোমৈঃ প্রোক্ষণীয়ৈরহর্নিশম্‌।
অন্যৈশ্চ বিবিধৈর্ভোগৈঃ প্রদানৈর্ব্বৎসরেণ যা।। ২১

প্রীতির্ম্মে ক্রিয়তে সাস্মিন্‌ সকৃৎ সুচরিতে শ্রুতে।
শ্রুতং হরতি পাপানি তথারোগ্যং প্রযচ্ছতি।। ২২

প্রীতিঃ মে ক্রিয়তে সাস্মিন্‌ সকৃৎ সু-চরিতে শ্রুতে।
শ্রুতং হরতি পাপানি তথা আরোগ্যং প্রযচ্ছতি।। ২২

( মহাকালী প্রভৃতি রূপে ) আমার আবির্ভাবসমূহ কীর্তন ও শ্রবণ পাপহরণ ও আরোগ্য প্রদান করে এবং পিশাচাদি ভূতগণ হইতে রক্ষা করে। ২২-২৩

তস্মিন্‌ শ্রুতে বৈরিকৃতং ভয়ং পুংসাং ন জায়তে।
যুষ্মাভিঃ স্তুতয়ো যাশ্চ যাশ্চ ব্রহ্মর্ষিভিঃ কৃতাঃ।। ২৪

যুদ্ধসমূহে দুষ্ট-দৈত্যবিনাশক আমার মাহাত্ম্য শ্রবণ করিলে কাহারও শত্রুভয় জন্মে না। ২৩-২৪

ব্রহ্মণা চ কৃতাস্তাস্তু প্রযচ্ছন্তি শুভাং মতিম্‌।
অরণ্যে প্রান্তরে বাপি দাবাগ্নি-পরিবারিতঃ।। ২৫

তোমরা যে-সকল স্তুতি করিয়াছ এবং সুমেধাদি ব্রহ্মর্ষিগণ ও ব্রহ্মা যেসমস্ত স্তব করিয়াছেন সেই সকল স্তব পাঠে বা শ্রবণে শুভ মতি লাভ হয় (অর্থাৎ চিত্তশুদ্ধি হয় )। ২৪-২৫

দস্যুভির্বা বৃতঃ শূন্যে গৃহীতো বাপি শত্রুভিঃ।
সিংহব্যাঘ্রানুযাতো বা বনে বা বনহস্তিভিঃ।। ২৬

অরণ্যে বনাগ্নিবেষ্টিত হইলে বা প্রান্তরে দস্যুগণ কর্তৃক পরিবৃত হইলে বা জনশূন্য স্থানে অসহায়ভাবে শত্রুগণ কর্তৃক ধৃত হইলে বা জঙ্গলে বন্য হস্তী, সিংহ বা ব্যাঘ্রগণ কর্তৃক অনুধাবিত হইলে বা ক্রুদ্ধ রাজা কর্তৃক কারারুদ্ধ বা প্রাণদণ্ডে দণ্ডিত হইলে, ২৫-২৬

রাজ্ঞা ক্রুদ্ধেন বাজ্ঞপ্তো বধ্যো বন্ধগতোহপি বা।
আঘূর্ণিতো বা বাতেন স্থিতঃ পোতে মহার্ণবে।। ২৭

বা মহাসমুদ্রে জলযানে অবস্থানকালে প্রবল বায়ু দ্বারা বিঘূর্ণিত হইলে, বা অতি ঘোরযুদ্ধে শস্ত্রপাত হইলে, বা উপর্যুপরি দারুন বিপদ ঘটিলে বা ব্রণবিস্ফোটকাদি মহাপীড়ার যন্ত্রণায় অস্থির হইলে, মানুষ আমার এই মাহাত্ম্য স্মরণমাত্রই সমস্ত সংকট হইতে মুক্ত হয়। ২৭-২৯

পতৎসু বাপি শস্ত্রেষু সংগ্রামে ভৃশদারুণে।
সর্ব্বাবাধাসু ঘোরাসু বেদনাভ্যর্দ্দিতোহপি বা।। ২৮

স্মরন্‌ মমৈতচ্চরিতং নরো মুচ্যেত সঙ্কটাৎ।
মম প্রভাবাৎ সিংহাদ্যা দস্যবো বৈরিণস্তথা।। ২৯

দূরাদেব পলায়ন্তে স্মরতশ্চরিতং মম।। ৩০

যে ব্যক্তি আমার এই মাহাত্ম্য সদা স্মরণ করে, আমার প্রভাবে সিংহাদি হিংস্র জন্তু, দস্যু ও শত্রুগণ তাহার নিকট হইতে দূরে পলায়ন করে। ২৯-৩০

ঋষিরুবাচ।। ৩১
ইত্যুক্ত্বা সা ভগবতী চণ্ডিকা চণ্ডবিক্রমা।
পশ্যতামেব দেবানাং তত্রৈবান্তরধীয়ত।। ৩২

মেধা ঋষি বলিলেন- এই বলিয়া ভীষণ-বিক্রমশালিনী ভগবতী চণ্ডিকা দর্শনকারী দেবতাগণের সম্মুখেই অন্তর্হিতা হইলেন। ৩১-৩২

তেহপি দেবা নিরাতঙ্কাঃ ¯^vwaKvivb& যথা পুরা।
যজ্ঞভাগভুজঃ সর্ব্বে চক্রূর্বিনিহতারয়ঃ।। ৩৩

শত্রুগণ বিনষ্ট হইলে দেবতাগণও নির্ভয়ে পূর্ববৎ স্ব স্ব অধিকার গ্রহণপূর্বক যজ্ঞভাগ ভোগ করিয়া কার্য করিতে লাগিলেন। ৩৩

দৈত্যাশ্চ দেব্যা নিহতে শুম্ভে দেবরিপৌ যুধি।
জগদ্‌বিধ্বংসিনি তস্মিন্‌ মহোগ্রেহতুলবিক্রমে।। ৩৪

অতি উগ্র অতুলশক্তি ত্রিলোকবিনাশী মহাবীর দেব শত্রুদ্বয় শুম্ভ ও নিশুম্ভ দেবী কর্তৃক যুদ্ধে নিহত হইলে অবশিষ্ট অসুরগণ প্রাণভয়ে পাতালে প্রবেশ করিল। ৩৪-৩৫

নিশুম্ভে চ মহাবীর্য্যে শেষাঃ পাতালমাযযূঃ।। ৩৫

এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ।
সম্ভূয় কুরুতে ভূপ! জগতঃ পরিপালনম্‌।। ৩৬

হে ভূপ, সেই ভগবতী দেবী নিত্যা (জন্মাদিশূন্যা) হইয়াও পুনঃ পুনঃ এইরূপে আবির্ভূতা হইয়া জগতের পরিপালন করেন। ৩৬ (১/৬৪-৬৫ মন্ত্র দ্রষ্টব্য)

তয়ৈতন্মোহ্যতে বিশ্বং সৈব বিশ্বং প্রসূয়তে।
সা যাচিতা চ বিজ্ঞানং তুষ্টা ঋদ্ধিং প্রযচ্ছতি।। ৩৭

সেই দেবীই এই বিশ্ব সৃষ্টি করেন ও তাঁহার দ্বারাই এই জগৎ মায়া-মুগ্ধ হয়। তাঁহাকে নিষ্কামভাবে আরাধনা করিলে অযাচিতভাবে তত্ত্বজ্ঞান দান করেন এবং তাঁহাকে সকাম উপাসনা দ্বারা পরিতুষ্টা করিলে তিনি ঐশ্বর্য প্রদান করেন। ৩৭

ব্যাপ্তং তয়ৈতৎ সকলং ব্রহ্মাণ্ডং মনুজেশ্বর।
মহাকাল্যা মহাকালে gnvgvix-¯^iƒcqv|| ৩৮

হে নরেশ্বর, প্রলয়কালে সেই দেবী মহাকালী মহামারীরূপে সমগ্র বিশ্ব পরিব্যপ্ত করেন। ৩৮

সৈব কালে মহামারী সৈব সৃষ্টির্ভবত্যজা।
স্থিতিং করোতি ভূতানাং সৈব কালে সনাতনী।। ৩৯

সেই জন্মরহিতা সনাতনী দেবীই সৃষ্টিকালে সৃষ্টিশক্তিরূপে (ব্রহ্মারূপে) প্রকাশিতা হন, তিনিই স্থিতিসময়ে স্থিতিশক্তিরূপে (বিষ্ণুরূপে) পালন করেন এবং তিনিই প্রলয়কালে সংহাররূপ (শিবরূপ) ধারণ করেন। ৩৯

ভবকালে নৃণাং সৈব লক্ষ্মীর্বৃদ্ধিপ্রদা গৃহে।
সৈবাভাবে তথালক্ষ্মীর্বিনাশায়োপজায়তে।। ৪০

তিনিই সুসময়ে লক্ষ্মীরূপে সুখ-সমৃদ্ধি দান করেন এবং তিনিই আবার দুঃসময়ে অলক্ষ্মীরূপে বিনাশার্থ দুঃখদারিদ্র্যাদি দান করেন। ৪০

স্তুতা সম্পূজিতা পুষ্পৈর্ধূপগন্ধাদিভিস্তথা।
দদাতি বিত্তং পুত্রাংশ্চ মতিং ধর্ম্মে গতিং শুভাম্‌।। ৪১

গন্ধ-পুষ্প-ধূপদীপাদি উপচারে দেবীর পূজা ও স্তব করিলে তিনি ধনপুত্রাদি, ধর্মে মতি ও শুভ গতি প্রদান করেন। ৪১

ইতি মার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i 
দেবীমাহাত্ম্যে ফলস্তুতিঃ সমাপ্ত।। ১২ম অঃ।।

শ্রীমার্কণ্ডেয়পুরাণের অন্তর্গত সাবর্ণিমনুর AwaKvim¤^Üxq দেবীমাহাত্ম্যানুবাদে চণ্ডীপাঠের ফলস্তুতিনামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত।



Print