
অপরাধক্ষমাপণস্তোত্র
অপরাধক্ষমাপণস্তোত্র |
|
মূল |
অনুবাদ |
ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ। |
হে মহেশ্বরি, এই চণ্ডীপাঠে যে অক্ষর পরিভ্রষ্ট ও যাহা মাত্রাহীন হইয়াছে, আপনার কৃপায় সেই সকল সম্পূর্ণ হউক। ১ |
যদত্র পাঠে RM`w¤^‡K! ময়া, |
হে RM`w¤^‡K, এই পাঠে যাহা আমি বিসর্গ, চন্দ্রবিন্দু ও অক্ষর-হীন উচ্চারণ করিয়াছি তাহা আপনার কৃপায় সম্পূর্ণ হউক এবং সদাই আমার সংকল্প সিদ্ধ হউক। ২ |
যন্মাত্রা-বিন্দু-বিন্দুদ্বিতয়-পদ-পদদ্বন্দ্ব-বর্ণাদিহীনং, |
হে, জগদম্বে সমপ্রতি আপনার এই স্তবপাঠে হঠকারিতা বা দ্রুতপাঠহেতু ভক্তি বা অভক্তিহেতু যাহা মাত্রা, Aby¯^vi, বিসর্গ, পদ, সন্ধি ও সমাস এবং বর্ণাদি-হীন হইয়া স্পষ্টভাবে বা অস্পষ্টভাবে উচ্চারিত হইয়াছে এবং যাহা মোহনিমিত্ত বা অজ্ঞানহেতু পঠিত বা অপঠিত হইয়াছে, হে ভগবতি, আপনার প্রসাদে সেইসকল পূর্ণ হউক। হে বরদে. আমার প্রতি প্রসন্না হউন। ৩ |
প্রসীদ fMeZ¨¤^! প্রসীদ ভক্তবৎসলে! |
হে জননি ভগবতি, আমার প্রতি প্রসন্না হউন। হে ভক্তবৎসল, আমার প্রতি প্রসন্না হউন। হে দেবি, আমাকে কৃপা করুন। হে দুর্গে দেবি, আপনাকে প্রণাম করি। ৪ |
যস্যার্থে পঠিতং স্তোত্রং তবেদং শঙ্করপ্রিয়ে। |
হে শঙ্করপ্রিয়ে, আপনার এই মাহাত্ম্য যাহার জন্য পঠিত হইল, তাহার গৃহের ও শরীরের সর্বদা কল্যাণ হইক। ৫ |
প্রণাম- মন্ত্র |