Increase Reset Decrease

অথ দেবীকবচম্‌

অথ দেবীকবচম্‌
অথ দেবীকবচস্য ব্রহ্মা ঋষিরনুষ্টুপ্‌ছন্দো মহিষমর্দ্দিন্যাদয়ো
দেবতা দেবীপ্রীত্যর্থং জপে বিনিয়োগঃ।
এই দেবীকবচের ঋষি-ব্রহ্মা, ছন্দঃ-অনুষ্টুপ্‌ ও দেবতা চামুণ্ডা।
শ্রীচণ্ডিকাদেবীর প্রীতির জন্য চণ্ডীপাঠের অঙ্গরূপে দেবীকবচ পাঠের প্রয়োগ হয়।

ওঁ নমশ্চণ্ডিকায়ৈ।

মূল

অনুবাদ

ওঁ মার্কণ্ডেয় উবাচ
যদ্‌ গুহ্যং পরমং লোকে সর্ব্বরক্ষাকরং নৃণাম্‌।
যন্ন কস্যচিদাখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ।। ১

ঋষি মার্কণ্ডেয় ব্রহ্মাকে বলিলেন-
হে পিতামহ, এই জগতে যাহা সকল লোকের মঙ্গলকর অথচ পরম গোপনীয় এবং যাহা আর কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই, তাহা আমাকে বলুন। ১

ব্রহ্মোবাচ।
অস্তি গুহ্যতমং বিপ্র সর্ব্বভূতোপকারকম্‌।
দেব্যাস্তু কবচং পুণ্যং তচ্ছৃণুষ্ব্ব মহামুনে।। ২

ব্রহ্মা বলিলেন-
হে বিপ্র, দেবীর পুণ্য কবচই (বর্মই) অতি গুহ্য এবং সকল জীবের উপকারক। হে মহামুনি, তাহা শ্রবণ কর।২

প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী।
তৃতীয়ং চণ্ডঘন্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম্‌।। ৩

প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘন্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী (মোক্ষদা)- ইহারা নবদুর্গা বলিয়া প্রকীর্তিতা। এই সকল নাম সর্বজ্ঞ বেদ কর্তৃক উক্ত হইয়াছে। ৩-৫

পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা।
সপ্তমং কালরাত্রীতি মহাগৌরীতি চাষ্টমম্‌।। ৪

নবমং সিদ্ধিদাত্রীতি নবদুর্গাঃ প্রকীর্ত্তিতাঃ।
উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা।। ৫

অগ্নিনা দহ্যমানাস্তু শত্রুমধ্যগতা রণে।
বিষমে দুর্গমে চৈব ভয়ার্ত্তাঃ শরণং গতাঃ।। ৬

অগ্নির দ্বারা দাহ্যমান, রণক্ষেত্রে শত্রুমধ্যে পতিত বা বিষম বিপদে সন্ত্রস্ত হইয়া যাহারা দেবীর শরণাগত হয়, তাহাদের রণসঙ্কটে কিছুমাত্র অশুভ ঘটে না এবং তাহাদের শোক ও দুঃখ-বিজড়িত বিপদ হয় না। ৬-৭

ন তেষাং জায়তে কিঞ্চিদশুভং রণসঙ্কটে।
আপদং ন চ পশ্যন্তি শোকদুঃখভয়ঙ্করীম্‌।। ৭

যৈস্তু ভক্ত্যা স্মৃতা নিত্যং তেষামৃদ্ধিঃ প্রজায়তে।
প্রেতসংস্থা চ চামুণ্ডা বারাহী মহিষাসনা।। ৮

যাহারা তোমাকে নিত্য ভক্তিভাবে স্মরণ করে, তাহাদের ঋদ্ধি (শ্রী) বৃদ্ধি হয়। হে দেবেশি, যে তোমাকে স্মরণ করে তাহাকে যে তুমি রক্ষা কর তাহাতে কোনও সংশয় নাই। ৮

ঐন্দ্রী গজসমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা।
নারসিংহী মহাবীর্য্যা শিবদূতী মহাবলা।। ৯

শবাসনা চামুণ্ডা, মহিষারূঢ়া বারাহী, গজাসনা ঐন্দ্রী, গরুড়াসনা বৈষ্ণবী, মহাবীর্যা নারসিংহী, মহাবলা শিবদূতী, বৃষারূঢ়া মাহেশ্বরী, শিখিবাহনা কৌমারী, বিষ্ণুর প্রিয়া পদ্মাসনা এবং পদ্মহস্তা লক্ষ্মীদেবী, বৃষবাহনা শ্বেতবর্ণা ঈশ্বরী দেবী এবং হংসারূঢ়া সর্বালঙ্কার-শোভিতা ব্রাহ্মী-এই একাদশ মাতৃকা সর্ব-যোগৈশ্বর্যবতী, দিব্যহার-যুক্তা এবং শ্রেষ্ঠ মুক্তা, বিবিধ রত্ন ও নানা অলঙ্কার দ্বারা শোভিতা। ৯-১৩

মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখিবাহনা।
ব্রাহ্মী হংসসমারূঢ়া সর্ব্বাভরণ-ভূষিতা।। ১০

লক্ষ্মীঃ পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া।
শেতরূপধরা দেবী ঈশ্বরী বৃষবাহনা।। ১১

ইত্যেতা মাতরঃ সর্ব্বাঃ সর্ব্বযোগসমন্বিতাঃ।
নানাভরণ-শোভাঢ্যা নানারত্নোপশোভিতাঃ।। ১২

শ্রেষ্ঠৈশ্চ মৌক্তিকৈঃ সর্ব্বা দিব্যহারপ্রলম্বিভিঃ।
ইন্দ্রনীলৈর্ম্মহানীলৈঃ পদ্মরাগৈঃ সুশোভনৈঃ।। ১৩

দৃশ্যন্তে রথমারূঢ়া দেব্যঃ ক্রোধসমাকুলাঃ।
শঙ্খং চক্রং গদাং শক্তিং হলঞ্চ মুষলায়ুধম্‌।। ১৪

ক্রোধাকুলা ও রথারূঢ়া দেবীগণ ইন্দ্রনীল, মহানীল ও পদ্মরাগাদি মণি দ্বারা শোভিতা দৃষ্ট হইতেছেন। তাঁহারা শঙ্খ, চক্র, গদা, শক্তি, হল, মুষলাস্ত্র, খেটক, তোমর, পরশু (কুঠার), পাশ (জাল), কুন্তাস্ত্র, ত্রিশূল, শার্ঙ্গ এবং আরও বহু দিব্য অস্ত্র দৈত্যগণের দেহনাশের জন্য, ভক্তগণকে অভয়দানের জন্য এবং দেবতাগণের হিতের জন্য ধারণ করেন। হে মহাঘোর-পরাক্রম-শালিনি, হে মহারুদ্ররূপিণি, তোমাকে নমস্কার। ১৪-১৭

খেটকং তোমরঞ্চৈব পরশুং পাশমেব চ।
কুন্তায়ুধঞ্চ খড়গঞ্চ শার্ঙ্গায়ুধমনুত্তমম্‌।। ১৫

দৈত্যানাং দেহনাশায় ভক্তানামভয়ায় চ।
ধারয়ন্ত্যায়ুধানীত্থং দেবতানাং হিতায় বৈ।। ১৬

নমস্তেহস্তু মহারৌদ্রে মহাঘোর-পরাক্রমে।
মহাবলে মহোৎসাহে মহাভয়-বিনাশিনি।। ১৭

ত্রাহি মাং দেবী দুষেপ্রক্ষ্যে শত্রুণাং ভয়বর্দ্ধিনি।
প্রাচ্যাং রক্ষতু মামৈন্দ্রী আগ্নেয্যামগ্নিদেবতা।। ১৮

হে মহাবলে, হে মহোৎসাহে, হে মহাভয়-বিনাশিনি, হে দুর্নিরীক্ষ্যে (দুর্দর্শনীয়া), হে শত্রুদিগের ভয়বর্দ্ধিনি দেবি, আমাকে পরিত্রাণ (রক্ষা) কর। ১৮

দক্ষিণে চৈব বারাহী নৈর্ঋত্যাং খড়গধারিণী।
প্রতীচ্যাং বারুণী রক্ষেদ্বায়ব্যাং বায়ুদেবতা।। ১৯

পূর্বদিকে ঐন্দ্রী (ইন্দ্রশক্তি) ও অগ্নিকোণে অগ্নিদেবতা আমাকে রক্ষা করুন। দক্ষিণে বারাহী (যমশক্তি) ও নৈর্ঋত কোণে খড়্‌গধারিণী (নৈর্ঋতি-শক্তি) আমাকে রক্ষা করুন। ১৯

উদীচ্যাং পাতু কৌবেরী ঐশান্যাং শূলধারিণী।
ঊর্দ্ধ্বং ব্রাহ্মী চ মাং* রক্ষেদধস্তাদ্‌ বৈষ্ণবী তথা।। ২০
* “ঊর্দ্ধ্বং ব্রাহ্মী মে” ইতি পাঠান্তরং।

পশ্চিমে বারুণী (বরুণ-শক্তি) ও বায়ুকোণে মৃগবাহিনী বায়ু-দেবতা আমাকে রক্ষা করুন। উত্তরে কৌবেরী (কুবের-শক্তি) ও ঈশানকোণে শূলধারিণী (ঈশান-শক্তি) আমাকে রক্ষা করুন। ২০

এবং দশ দিশো রক্ষেচ্চামুণ্ডা শববাহনা।
জয়া মামগ্রতঃ পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ।। ২১

ঊর্ধ্বে ব্রহ্মাণী ও অধোদেশে বৈষ্ণবী আমাকে রক্ষা করুন এবং শবাসনা চামুণ্ডা আমাকে দশ দিকে রক্ষা করুন। ২১
[ চণ্ডিকা দেবী দশ দিকপালদেবতারূপে এখানে বর্ণিতা। দশ দিকে তিনি দশ প্রকার মূর্তিতে অবস্থিতা। ]

অজিতা বামপার্শ্বে তু দক্ষিণে চাপরাজিতা।
শিখাং মে দ্যোতিনী রক্ষেদুমা মূর্দ্ধ্ণি ব্যবস্থিতা।। ২২

জয়া আমার সম্মুখদিক এবং বিজয়া আমার পশ্চাৎ দিক, অজিতা বাম পার্শ্ব এবং অপরাজিতা দক্ষিণ পার্শ্ব রক্ষা করুন। ২২
দ্যেতিনী আমার শিখা রক্ষা করুন। উমা আমার মস্তকে অবস্থান করুন এবং মালাধরী ললাট ও যশস্বিনী আমার ভ্রূদ্বয় রক্ষা করুন। ২৩

মালাধরী ললাটে চ ভ্রুবোর্ম্মধ্যে যশস্বিনী।
নেত্রয়োশ্চিত্রনেত্রা চ যমঘন্টা তু পার্শ্বকে।। ২৩

চিত্রনেত্রা চক্ষুদ্বয়, যমঘন্টা পার্শ্বদ্বয় এবং ত্রিনেত্রা চণ্ডিকা ভ্রূমধ্যদেশ রক্ষা করুন। ২৪

শঙ্খিনী চক্ষুষোর্ম্মধ্যে শ্রোত্রয়োর্দ্বারবাসিনী।
কপোলৌ কালিকা রক্ষেৎ কর্ণমূলে চ শঙ্করী।। ২৪

শঙ্খিনী নেত্রদ্বয়-মধ্যস্থ তারকাযুগল এবং দ্বারবাসিনী শ্রোত্রদ্বয়, কালিকা কপাল এবং শঙ্করী কর্ণমূল রক্ষা করুন। ২৫

নাসিকায়াং সুগন্ধা চ উত্তরৌষ্ঠে চ চর্চ্চিকা।
অধরে চামৃতকলা জিহ্বায়াঞ্চ সরস্বতী।।২৫

সুগন্ধা নাসিকায়, চর্চিকা উপরের ওষ্ঠে, অমৃতা বালা অধরে এবং সরস্বতী জিহ্বাতে অবস্থান করুন। ২৬

দন্তান্‌ রক্ষতু কৌমারী কণ্ঠমধ্যে তু চণ্ডিকা।
ঘন্টিকাং চিত্রঘন্টা চ মহামায়া চ তালুকে।। ২৬

কৌমারী দন্তসকল, চণ্ডিকা কণ্ঠদেশ, চিত্রঘন্টা ঘন্টিকা (আলজিভ) এবং মহামায়া তালু রক্ষা করুন। ২৭

কামাক্ষ্যা চিবুকং রক্ষেদ্‌ বাচং মে সর্ব্বমঙ্গলা।
গ্রীবায়াং ভদ্রকালী চ পৃষ্ঠবংশে ধনুর্দ্ধরী।। ২৭

কামাক্ষী চিবুক, সর্বমঙ্গলা বাক্য, ভদ্রকালী গ্রীবা এবং ধনুর্ধরী মেরুদণ্ড রক্ষা করুন। ২৮

নীলগ্রীবা বহিঃকন্ঠে নলিকাং নলকূবরী।
স্কন্ধয়োঃ খড়িগনী রক্ষেদ্‌ বাহূ মে বজ্রধারিনী।। ২৮

নীলগ্রীবা কণ্ঠের বহির্ভাগ, নলকূবরী কণ্ঠনালী, খড়্‌গিনী স্কন্ধদ্বয় এবং বজ্রধারিণী বাহুদ্বয় রক্ষা করুন। ২৯

হস্তয়োর্দ্দণ্ডিনী রক্ষেদম্বিকা চাঙ্গুলীস্তথা।
নখান্‌ সুলেশ্বরী রক্ষেৎ কুক্ষৌ রক্ষেন্নরেশ্বরী।। ২৯

দণ্ডিনী হস্তদ্বয়, অম্বিকা অঙ্গুলিসকল, শূলেশ্বরী নখগুলি, নরেশ্বরী কুক্ষিদ্বয় (বাহুমূলদ্বয়) রক্ষা করুন। ৩০

স্তনৌ রক্ষেন্মহাদেবী মনঃশোক-বিনাশিনী।
হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিনী।। ৩০

মহাদেবী স্তনদ্বয়, শোকবিনাশিনী মন, ললিতা দেবী হৃদয় এবং শূলধারিণী উদর রক্ষা করুন। ৩১

নাভৌ চ কামিনী রক্ষেদ্‌ গুহ্যং গুহ্যেশ্বরী তথা।
মেঢ্রং রক্ষতু দুর্গন্ধা পায়ুং মে গুহ্যবাসিনী।। ৩১

কামিনী দেবী নাভি, গুহ্যেশ্বরী গুহ্যদেশ (মলদ্বার), দুর্গন্ধা দেবী মেঢ্রদেশ (জননেন্দ্রিয়) এবং গুহ্যবাহিনী দেবী পায়ু রক্ষা করুন। ৩২

কট্যাং ভগবতী রক্ষেদূরূ মে মেঘবাহনা*।
জঙ্ঘে মহাবলা রক্ষেজ্জানূ মাধব-নায়িকা।। ৩২
*“ঘন বাহন” ইতি পাঠন্তরং।

ভগবতী আমার কটিদেশ (কোমর), মেঘবাহনা উরুদ্বয়, মহাবলা জঙ্ঘাদ্বয়, মাধবনায়িকা জানুদ্বয় রক্ষা করুন। ৩৩

গুল্‌ফয়োর্নারসিংহী চ পাদপৃষ্ঠে তু কৌষিকী।
পাদাঙ্গুলীঃ শ্রীধরী চ তলং পাতাল-বাসিনী।। ৩৩

নারসিংহী পাদমূল দুইটি, কৌশিকী পাদপৃষ্ঠদ্বয়, শ্রীধরী পদাঙ্গুলিসকল এবং পাতালবাসিনী পদতলদ্বয় রক্ষা করুন। ৩৪

নখান্‌ দংষ্ট্রাকরালী চ কেশাংশ্চৈবোর্দ্ধ্বকেশিনী।
রোমকূপানী কৌমারী ত্বচং যোগেশ্বরী তথা।। ৩৪

দংষ্ট্রাকরালী নখগুলি, ঊর্ধ্বকেশিনী কেশরাশি, কৌমারী লোমকূপসকল এবং যোগেশ্বরী ত্বক্‌ রক্ষা করুন। ৩৫

রক্তং মাংসং বসাং মজ্জামস্তি মেদশ্চ পার্ব্বতী।
অন্ত্রাণি কালরাত্রী চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী।। ৩৫

পার্বতী দেবী রক্ত, মজ্জা, বসা (চর্বি), মাংস, অস্থি ও মেদ, কালরাত্রি অন্ত্রসকল ও মুকুটেশ্বরী পিত্ত রক্ষা করুন। ৩৬

পদ্মাবতী পদ্মকোষে কক্ষে** চূড়ামণিস্তথা।
জ্বালামুখী নখজ্বালামভেদ্যা সর্ব্বসন্ধিষু।। ৩৬
**“কক্ষে” ইতি চ পাঠঃ।

পার্বতী পদ্মকোশ (ফুস্‌ফুস্‌), চূড়ামণি কফ, জ্বালামুখী নখস্থিত তেজ ও অভেদ্যা দেবী সন্ধিস্থান (গ্রন্থি)-সমূহ রক্ষা করুন। ৩৭

শুক্রং ব্রহ্মাণী মে রক্ষেচ্ছায়াং ছত্রেশ্বরী তথা।
অহঙ্কারং মনো বুদ্ধিং রক্ষেন্মে ধর্ম্মধারিণী।। ৩৭

ব্রহ্মাণী শুক্র, ছত্রেশ্বরী ছায়া এবং ধর্মধারিণী দেবী আমার অহঙ্কার, মন ও বুদ্ধি রক্ষা করুন। ৩৮

প্রাণাপানৌ তথা ব্যানমুদানঞ্চ সমানকম্‌।
বজ্রহস্তা তু মে রক্ষেৎ প্রাণান্‌ কল্যাণশোভনা।। ৩৮

কল্যাণশোভনা বজ্রহস্তা আমার প্রাণ, আপন, ব্যান, উদান ও সমান-এই পঞ্চ প্রাণবায়ু রক্ষা করুন। ৩৯

রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী।
সত্ত্বং রজস্তমশ্চৈব রক্ষেন্নারায়ণী সদা।। ৩৯

রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী।
সত্ত্বং রজঃ তমঃ চ এব রক্ষেৎ নারায়ণী সদা।। ৩৯
যোগিনী আমার রস, রূপ, গন্ধ, শব্দ ও স্পর্শ এবং নারায়ণী আমার সত্ত্ব, রজঃ ও তমোগুণ রক্ষা করুন। ৪০

আয়ূ রক্ষতু বারাহী ধর্ম্মং রক্ষতু পার্ব্বতী।
যশঃ কীর্ত্তিঞ্চ লক্ষ্মীঞ্চ সদা রক্ষতু বৈষ্ণবী।। ৪০

বারাহী আয়ু রক্ষা করুন ও পার্বতী ধর্ম রক্ষা করুন। বৈষ্ণবী যশঃ, কীর্তি ও লক্ষ্মী (সম্পদ) সদা রক্ষা করুন। ৪১

গোত্রমিন্দ্রাণী মে রক্ষেৎ পশূন্‌ রক্ষেচ্চ চণ্ডিকা।
পুত্রান্‌ রক্ষেন্মাহালক্ষ্মী র্ভার্য্যাং রক্ষতু ভৈরবী।। ৪১

ইন্দ্রাণী গোত্র (কুল), চণ্ডিকা পশুসকল, মহালক্ষ্মী পুত্রসকল ও ভৈরবী ভার্যা (ভরণযোগ্যা বা ভক্তি) রক্ষা করুন। ৪২

ধনেশ্বরী ধনং রক্ষেৎ কৌমারী কন্যকাং তথা।
মার্গং ক্ষেমঙ্করী রক্ষেদ্‌ বিজয়া সর্ব্বতঃ স্থিতা।। ৪২

ধনেশ্বরী ধন ও কৌমারী কন্যা রক্ষা করুন। সুপথা জীবনের পথ এবং ক্ষেমঙ্করী মার্গ (গন্তব্য পথ) রক্ষা করুন। ৪৩

রক্ষাহীনঞ্চ যৎ স্থানং বর্জ্জিতং কবচেন তু।
তৎ সর্ব্বং রক্ষ মে দেবী দুর্গে দুর্গাপহারিণী।। ৪৩

মহালক্ষ্মী রাজদ্বারে এবং বিজয়া সর্বত্র অবস্থিতা থাকিয়া আমাকে রক্ষা করুন। যে-সকল স্থান রক্ষাহীন এবং কবচে বর্জিত হইয়াছে, হে পাপনাশিনি জয়ন্তি দেবি, আপনি আমার সেইসকল স্থান রক্ষা করুন। এই সর্বরক্ষাকর পুণ্য কবচ নিত্য পাঠ করা উচিত। ৪৪-৪৫

সর্ব্বরক্ষাকরং পুণ্যং কবচং সর্ব্বদা জপেৎ।
ইদং রহস্যং বিপ্রর্ষে ভক্ত্যা তব ময়োদিতম্‌। ৪৪

দেব্যাস্তু কবচেনৈবমরক্ষিততনুঃ সুধীঃ।
পাদমেকং ন গচ্ছেত্তু যদিচ্ছেচ্ছুভমাত্মনঃ।। ৪৫

হে বিপ্রশ্রেষ্ঠ, এই রহস্য ভক্তিপূর্বক আমার দ্বারা তোমার নিকট কথিত হইল। যদি নিজের শুভ কামনা কর, তবে (দেবীকবচে রক্ষিত না হইয়া) এক পদও গমন করিবে না। ৪৬

কবচেনাবৃতো নিত্যং যত্র যত্রাবতিষ্ঠতে।
তত্র তত্রার্থলাভঃ স্যাদ্‌ বিজয়ঃ সার্ব্বকালিকঃ।। ৪৬

নিত্য কবচাবৃত হইয়া যেখানে যেখানে যাইবে সেখানেই সর্বকালে অর্থ ও বিজয়-লাভ হইবে। কবচপাঠান্তে মানুষ যাহা যাহা কামনা করে তাহা তাহা নিশ্চিতই প্রাপ্ত হয় এবং ভূতলে অতুল পরমৈশ্বর্য লাভ করে। ৪৭-৪৮

যং যং চিন্তয়তে কামং তং তমাপ্নোতি লীলয়া।
পরমৈশ্বর্য্যমতুলং প্রাপ্নোত্যবিকলঃ পুমান্‌।। ৪৭

নির্ভয়ো জায়তে মর্ত্ত্যঃ সংগ্রামেষ্বপরাজিত।
ত্রৈলোক্যে চ ভবেৎ পূজ্যঃ কবেচনাবৃতঃ পুমান্‌।। ৪৮

কবচ-পাঠক জীবন-সংগ্রামে নির্ভয় ও অপরাজিত হয়। কবচাবৃত ব্যক্তি ত্রিজগতে পূজ্য হয়। ৪৯

ইদং তু দেব্যাঃ কবচং দেবানামপি দুর্ল্লভম্।
যঃ পঠেৎ প্রযতো নিত্যং ত্রিসন্ধ্যং শ্রদ্ধয়ান্বিতঃ।। ৪৯

এই দেবীকবচ দেবতাগণেরও দুর্লভ। যে শ্রদ্ধা সহকারে নিত্য ত্রিসন্ধ্যা (প্রাতঃ, মধ্যাহ্ন ও সায়ংকাল) ইহা পাঠ করে, সে দৈবী সম্পদ লাভ করে ও ত্রিভুবনে অপরাজিত হয় এবং অপমৃত্যুবর্জিত হইয়া সাগ্র (সম্পূর্ণ) একশত বর্ষ জীবিত থাকে। ৫০-৫১

দেবী বশ্যা* ভবেত্তস্য ত্রৈলোক্যে চাপরাজিতঃ।
জীবেদ্‌ বর্ষশতং সাগ্রমপমৃত্যুবিবর্জ্জিতঃ।। ৫০
*দৈবীকলা” ইতি পাঠান্তরং।

নশ্যন্তি ব্যাধয়ঃ সর্ব্বে লূতা-বিস্ফোটকাদয়ঃ।
স্থাবরং জঙ্গমং বাপি কৃত্রিমং বাপি যদ্‌ বিষম্‌।। ৫১

লূতাবিস্ফোটকাদি (পৃষ্ঠব্রণ) ব্যাধি, সকল স্থাবর (খনিজ বা উদ্ভিদ্‌) ও জঙ্গম (সর্পাদি জন্তু) এবং কৃত্রিম বিষ দেবীকবচ-পাঠকের কোন অনিষ্ট করিতে পারে না। ৫২

অভিচারাণি সর্ব্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে।
ভূচরাঃ খেচরাশ্চৈব কুলজাশ্চোপদেশজাঃ।। ৫২

এই ভূতলে অভিচারমূলক মন্ত্র ও যন্ত্রসকল, ভূচর খেচর, খূলজা (নদী বা সাগরকূলবাসিগণ) উপদেশিকা (ক্ষুদ্র দেবতা), সহজা (সহোদর), কুলজা (দুষ্ট দেবতা), মালা, ডাকিনী, শাকিনী, ঘোরা, অন্তরীক্ষচরা (উপদেবতা), মহারবা ডাকিনী, গ্রহ, ভূত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, ব্রহ্মদৈত্য, বেতাল, কুষ্মাণ্ড ও ভৈরবাদি কবচাবৃত ব্যক্তির দর্শনে নষ্ট (অপসৃত) হয়। আর এইরূপ কবচাবৃত ব্যক্তির রাজসকাশে মানোন্নতি এবং অন্যত্র পরম তেজোবৃদ্ধি হয়। ৫৩-৫৬

সহজাঃ কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা।
অন্তরীক্ষচরা ঘোরা ডাকিন্যশ্চ মহারবাঃ।। ৫৩

গ্রহভূতপিশাচাশ্চ যক্ষ-গন্ধর্ব্ব রাক্ষসাঃ।
ব্রহ্মরাক্ষস-বেতালাঃ কুষ্মাণ্ডা ভৈরবাদয়ঃ।। ৫৪

নশ্যন্তি দর্শনাত্তস্য কবচেনাবৃতো হি যঃ।
মানোন্নতির্ভবেদ্রাজ্ঞ স্তেজোবৃদ্ধিঃ পরা ভবেৎ।। ৫৫

যশোবৃদ্ধির্ভবেৎ পুংসাং কীর্ত্তিবৃদ্ধিশ্চ জায়তে।
তস্মাজ্জপেৎ সদা ভক্তঃ কবচং কামদং মুনে।। ৫৬

এইরূপ কবচাবৃত পুরুষের যশোবৃদ্ধি ও কীর্তিবৃদ্ধি হয়। হে মুনি, সর্বকামদ কবচ সদা ভক্তিযুক্ত চিত্তে পাঠ করা উচিত। ৫৭

জপেৎ সপ্তশতীং চণ্ডীং কৃত্বা কবচমাদিতঃ।
নির্ব্বিঘ্নেন ভবেৎ সিদ্ধিশ্চণ্ডীজপ-সমুদ্ভবা।। ৫৭

এই দেবীকবচ পাঠ করিবার পরে সপ্তশতী চণ্ডী পাঠ করিবে। তাহা হইলে নির্বিঘ্নে চণ্ডীজপ-জনিত সিদ্ধিলাভ হইবে। ৫৮

যাবদ্ভূমণ্ডলং ধত্তে সশৈলবনকাননম্‌।
তাবত্তিষ্ঠতি মেদিন্যাং জপকর্ত্তুহি সন্ততিঃ।। ৫৮

যাবৎ শৈল, বন ও কাননযুক্ত ভূমণ্ডলকে অনন্তনাগ ধারণ করিবে তাবৎ চণ্ডী-পাঠকের পুত্র-পৌত্রাদি সন্ততি পৃথিবীতে অবস্থান করিবে। ৫৮

দেহান্তে পরমং স্থানং যৎ সুরৈরপি দুর্ল্লভম্।
সংপ্রাপ্নোতি মনুষ্যোহসৌ মহামায়া-প্রসাদতঃ।। ৫৯

মহামায়ার প্রসাদে চণ্ডীপাঠক দেবতাদিগের সুদুর্লভ নিত্য পরমস্থান (মোক্ষ) দেহান্তে প্রাপ্ত হন। ৬০

তত্র গচ্ছতি ভক্তোহসৌ পুনরাগমনং ন হি।
লভতে পরমং স্থানং শিবেন সমতাং ব্রজেৎ।। ৬০

সেই ব্যক্তি সেই পরম শিবলোকে গমন করেন। তাঁহার আর পুনর্জন্ম হয় না। তিনি সেই স্থানে শিবের সহিত সমত্ব প্রাপ্ত হন। ৬১

ইতি মার্কেণ্ডেয় পুরাণে শ্রীহরিহরব্রহ্ম-বিরচিতং
দেব্যাং কবচং সমাপ্তম্‌।।

শ্রীমার্কণ্ডেয়পুরাণে হরিহরব্রহ্মবিরচিত দেবীকবচের অনুবাদ সমাপ্ত।

ওঁ নারায়ণায় নমঃ, ওঁ নারায়ণায় নমঃ ওঁ দেব্যৈ নমঃ, ওঁ সরস্বত্যৈ নমঃ, ওঁ বেদব্যাসায় নমঃ, ওঁ
ব্রহ্মণে নমঃ, ওঁ ব্রাহ্মণেভ্যো নমঃ। ওঁ তৎসৎ।। ওঁ সর্ব্বমঙ্গল ইত্যাদি।



Print