Increase Reset Decrease

তৃতীয়ঃ অধ্যায়ঃ

তৃতীয়ঃ অধ্যায়ঃ
ওঁ নমশ্চণ্ডিকায়ৈ।
মহিষাসুরবধঃ

মূল

অনুবাদ

ঋষিরুবাচ।। ১
নিহন্যমানং তৎসৈন্যমবলোক্য মহাসুরঃ।
সেনানীশ্চিক্ষুরঃ কোপাদ্‌ যযৌ †hv×yg_vw¤^Kvg&|| ২

মেধা ঋষি বলিলেন - অনন্তর দৈত্য-সেনাপতি চিক্ষুর নামক মহাসুর অসুরসৈন্যসমূহকে দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া ক্রোধে Aw¤^Kvi সহিত যুদ্ধ করিতে গমন করিল। ১-২

স দেবীং শরবর্ষেণ ববর্ষ সমরেহসুরঃ।ড়
যথা মেরুগিরেঃ শৃঙ্গং তোয়বর্ষেণ তোয়দঃ।। ৩

জলদ যেমন জলবর্ষণ দ্বারা সুমেরু পর্বতের শিখরদেশ আচ্ছন্ন করে তদ্রূপ সেই চিক্ষুরাসুর যুদ্ধে দেবীকে শরবৃষ্টি দ্বারা আচ্ছন্ন করিল। ৩

তস্য চ্ছিত্ত্বা ততো দেবী লীলয়ৈব শরোৎকরান্‌।
জঘান তুরগান্‌ বাণৈর্যন্তারঞ্চৈব বাজিনাম্‌।। ৪

অনন্তর দেবী চিক্ষুরের বাণসমূহ ¯^xq বাণের দ্বারা ছিন্ন করিয়া অশ্বগুলি ও তাহাদের চালকগণকেও বাণাঘাতে বধ করিলেন। ৪

চিচ্ছেদ চ ধনুঃ সদ্যো ধ্বজঞ্চাতি-সমুচ্ছ্রিতম্‌।
বিব্যাধ চৈব গাত্রেষু w”Qbœaš^vbgvï‰Mt|| ৫

এবং তৎক্ষণাৎ তাহার ধনু ও অত্যুচ্চ রথ-ধ্বজা ছেদনপূর্বক ছিন্নধনু চিক্ষুরের সর্বাঙ্গ বাণবিদ্ধ করিলেন। ৫

স w”Qbœaš^v বিরথো হতাশ্বো হতসারথিঃ।
অভ্যধাবত তাং দেবীং খড়্‌গ চর্ম্মধরোহসুরঃ।। ৬

সেই অসুর ছিন্নধনু, রথশূন্য, অশ্বহীন ও সারথি-বিহীন হইয়া খড়্‌গ ও ঢাল ধারণপূর্বক দেবীর দিকে ধাবিত হইল। ৬

সিংহমাহত্য খড়্‌েগন তীক্ষ্ণধারেণ মূর্দ্ধনি।
আজঘান ভুজে সব্যে দেবীমপ্যতিবেগবান্‌।। ৭

অতি বেগবান অসুর তীক্ষ্ণধার খড়্‌গ দ্বারা সিংহকে মস্তকে আহত করিয়া দেবীরও বাম হস্তে আঘাত করিল। ৭

তস্যাঃ খড়্‌েগা ভুজং প্রাপ্য পফাল নৃপনন্দন।
ততো জগ্রাহ শূলং স কোপাদরুণলোচনঃ।। ৮

হে সুরথ, খড়্‌গ দেবীর হস্তে লাগিয়া ভগ্ন হইল। তখন সেই অসুর ক্রোধে রক্তচক্ষু হইয়া শূল গ্রহণ করিল। ৮

চিক্ষেপ চ ততস্তত্তু ভদ্রাকাল্যাং মহাসুরঃ।
জাজ্বল্যমানং তেজোভি iwewe¤^wgev¤^ivr|| ৯

অনন্তর মহাসুর চিক্ষুর আকাশস্থ m~h©we‡¤^i ন্যায় উজ্জ্বল সেই শূলটি ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করিল। ৯

দৃষ্ট্বা তদাপতচ্ছূলং দেবী শূলমমুঞ্চত।
তচ্ছূলং শতধা তেন নীতং স চ মহাসুরঃ।। ১০

দেবী সেই শূল আসিতে দেখিয়া ¯^xq শূল নিক্ষেপ করিলেন। দেবীর শূলে ঐ শূল এবং অসুরও শতধা খণ্ডিত হইল। ১০

হতে তস্মিন্‌ মহাবীর্য্যে মহিষস্য চমুপতৌ।
আজগাম গজারূঢ়শ্চামস্ত্রিদশার্দ্দনঃ।। ১১

মহিষাসুরের সেনাপতি মহাবীর চিক্ষুর নিহত হইলে দেবশত্রু চামরাসুর গজারোহণে আগমন করিল। ১১

সোহপি শক্তিং মুমোচাথ †`e¨v¯Ívgw¤^Kv দ্রুতম্‌।
হুঙ্কারাভিহতাং ভূমৌ পাতয়ামাস নিষপ্রভাম্‌।। ১২

অনন্তর চামরাসুরও দেবীর প্রতি শক্তি-অস্ত্র নিক্ষেপ করিল। দেবী তৎক্ষণাৎ তাহা হুকারনাদে প্রতিহত ও নিষপ্রভ করিয়া ভূতলে পাতিত করিলেন। ১২

ভগ্নাং শক্তিং নিপতিতাং দৃষ্ট্ব্বা †µvamgwš^Zt|
চিক্ষেপ চামরঃ শূলং বাণৈস্তদপি সাচ্ছিনৎ।। ১৩

শক্তি-অস্ত্র ভগ্ন ও ভূপতিত দেখিয়া চামরাসুর †µvavwš^Z হইয়া শূল নিক্ষেপ করিল। দেবী তাহাও বাণ দ্বারা ছেদন করিলেন। ১৩

ততঃ সিংহঃ সমুৎপত্য গজকুম্ভান্তরস্থিতঃ।
বাহুযুদ্ধেন যুযুধে তেনোচ্চৈস্ত্রিদশারিণা।। ১৪

অনন্তর সিংহ লম্ফপ্রদানপূর্বক হস্তীর মস্তকোপরি কুম্ভদ্বয়ের মধ্যে অবস্থিত হইয়া অতি ভীষণভাবে দেবশত্রু চামরের সহিত বাহুযুদ্ধ করিতে লাগিল। ১৪

যুধ্যমানৌ ততস্তৌ তু তস্মান্নাগান্মহীং গতৌ।
যুযুধাতেহতিসংরব্ধৌ প্রহারৈরতিদারুণৈঃ।। ১৫

তৎপরে যুধ্যমান সিংহ ও চামরাসুর উভয়েই ভূতলে নামিয়া অত্যন্ত ক্রোধাবিষ্ট হইয়া পরস্পর ভীষণ প্রহারপূর্বক যুদ্ধ করিতে লাগিল। ১৫

ততো বেগাৎ খমুৎপত্য নিপত্য চ মৃগারিণা।
করপ্রহারেণ শিরশ্চামরস্য পৃথক্‌ কৃতম্‌।। ১৬

তখন সিংহ আকাশে লাফাইয়া উঠিয়া ও আবার সবেগে ভূপতিত হইয়া চামরের মস্তক করাঘাতে দেহ হইতে বিচ্ছিন্ন করিল। ১৬

উদগ্রশ্চ রণে দেব্যা শিলাবৃক্ষাদিভির্হতঃ।
দন্তমুষ্টিতলৈশ্চৈব করালশ্চ নিপাতিতঃ।। ১৭

যুদ্ধে দেবী প্রস্তর ও বৃক্ষাদি-প্রহারে উদগ্রাসুরকে এবং দন্ত, মুষ্টি ও চপেটাঘাতে করালাসুরকে বধ করিলেন। ১৭

দেবী ক্রুদ্ধা গদাপাতৈশ্চূর্ণয়ামাস চোদ্ধতম্‌।
বাস্কলং ভিন্দিপালেন বাণৈস্তাম্রং তথান্ধকম্‌।। ১৮

দেবী ক্রদ্ধা হইয়া গদাঘাতে উদ্ধতাসুরকে, ভিন্দিপালের (হস্তক্ষেপ্য লগুড়বিশেষ) দ্বারা বাস্কলকে এবং বাণ-প্রহারে তাম্রাসুর ও অন্ধকাসুরকে চূর্ণ করিলেন। ১৮

উগ্রাস্যমুগ্রবীর্য্যঞ্চ তথৈব চ মহাহনুম্‌।
ত্রিনেত্রা চ ত্রিশূলেন জঘান পরমেশ্বরী।। ১৯

ত্রিনয়না জগদীশ্বরী ত্রিশূলাঘাতে উগ্রাস্য, উগ্রবীর্য ও মহাহনু নামক মহাসুরত্রয়কেও বিনাশ করিলেন। ১৯

বিড়ালস্যাসিনা কায়াৎ পাতয়ামাস বৈ শিরঃ।
দুর্দ্ধরং দুর্মুখঞ্চোভৌ শরৈর্নিন্যে যমক্ষয়ম্‌।। ২০

দেবী অসির দ্বারা বিড়ালাসুরের মস্তক শরীর হইতে পৃথক্‌ করিলেন এবং বাণের দ্বারা দুর্মুখ ও দুর্ধর নামক অসুরদ্বয়কে যমালয়ে পাঠাইলেন। ২০

এবং সংক্ষীয়মাণে তু ¯^‰m‡b¨ মহিষাসুরঃ।
মাহিষেণ ¯^iƒ‡cb ত্রাসয়ামাস তান্‌ গণান্‌।। ২১

এইরূপে ¯^xq সৈন্য বিনষ্ট হইলে মহিষাসুর মহিষাকৃতি ধারণপূর্বক দেবীর নিঃশ্বাসোৎপন্ন সৈন্যগণকে ভয় দেখাইতে লাগিল। ২১

কাংশ্চিত্তুণ্ড-প্রহারেণ খুরক্ষেপৈস্তথাপরান্‌।
লাঙ্গূলতাড়িতাংশ্চান্যান্‌ শৃঙ্গাভ্যাঞ্চ বিদারিতান্‌।। ২২

মহিষাসুর দেবীসৈন্যের কতকগুলিকে লাঙ্গুলের দ্বারা আহত এবং কতকগুলিকে শৃঙ্গাঘাতে বিদীর্ণ করিল। ২২

বেগেন কাংশ্চিদ-পরান্‌ নাদেন ভ্রমণেন চ।
নিঃশ্বাস-পবনেনান্যান্‌ পাতয়ামাস ভূতলে।। ২৩

অন্য কতকগুলিকে দ্রুতগতির দ্বারা, অপর কতকগুলিকে গর্জন ও চতুর্দিকে ভ্রমণ দ্বারা এবং অবশিষ্টগুলিকে নিঃশ্বাসবায়ু দ্বারা ভূতলশায়ী করিল। ২৩

নিপাত্য প্রমথানীকমভ্যধাবত সোহসুরঃ।
সিংহং হন্তুং মহাদেব্যাঃ কোপঞ্চক্রে Z‡Zvnw¤^Kv|| ২৪

মহিষাসুর দেবীর প্রমথ (শিবানুচর)-সৈন্যসমূহ সংহারপূর্বক তাঁহার বাহন সিংহকে বিনাশ করিবার জন্য ছুটিল। তখন Aw¤^Kv দেবী ক্রুদ্ধা হইলেন। ২৪

সোহপি কোপান্মহাবীর্য্যঃ খুরক্ষুণ্ন-মহীতলঃ।
শৃঙ্গাভ্যাং পর্ব্বতানুচ্চাংশ্চিক্ষেপ চ ননাদ চ।। ২৫

মহাবল অসুরও ক্রোধে খুরদ্বারা ভূতল বিদীর্ণ করিয়া ¯^xq শৃঙ্গদ্বয় দ্বারা উচ্চ পর্বতসকল (দেবীর প্রতি) নিক্ষেপপূর্বক গর্জন করিতে লাগিল। ২৫

বেগভ্রমণ-বিক্ষুণ্না মহী তস্য ব্যশীর্যত।
লাঙ্গূলেনাহতশ্চাব্ধিঃ প­াবয়ামাস সর্ব্বতঃ।। ২৬

পৃথিবী তাহার সবেগ গমনে নিপীড়িতা হইয়া বিশীর্ণা হইল এবং সমুদ্র তাহার লাঙ্গুলতাড়নে উদ্বেলিত হইয়া সর্বস্থান প­াবিত করিল। ২৬

ধূতশৃঙ্গ-বিভিন্নাশ্চ খণ্ডখণ্ডং যযুর্ঘনাঃ।
শ্বাসানিলাস্তাঃ শতশো নিপেতুর্নভসোহচলাঃ।। ২৭

তাহার কম্পিত শৃঙ্গ দ্বারা মেঘসকল বিদীর্ণ হইয়া খণ্ড হইল এবং শত শত পর্বত নিঃশ্বাসবেগে আকাশে উৎক্ষিপ্ত হইয়া ভূপতিত হইল। ২৭

ইতি ক্রোধসমাধ্মাতমাপতন্তং মহাসুরম্‌।
দৃষ্ট্বা সা চণ্ডিকা কোপং তদ্বধায় তদাহকরোৎ।। ২৮

এইরূপে ক্রোধে প্রজ্বলিত মহিষাসুরকে সবেগে আসিতে দেখিয়া তাহার বধের জন্য চণ্ডিকা ক্রুদ্ধা হইলেন। ২৮

সা ক্ষিপ্ত্ব্বা তস্য বৈ পাশং তং ববন্ধ মহাসুরম্‌।
তত্যাজ মাহিষং রূপং সোহপি বদ্ধো মহামৃধে।। ২৯

চণ্ডিকাদেবী সেই মহাসুরের উপর পাশ নিক্ষেপপূর্বক তাহাকে বন্ধন করিলেন। সেও মহাযুদ্ধে পাশবদ্ধ হইয়া মহিষাকৃতি ত্যাগ করিল। ২৯

ততঃ সিংহোহভবৎ সদ্যো hveËm¨vw¤^Kv শিরঃ।
ছিনত্তি তাবৎ পুরুষঃ খড়্‌গ পাণিরদৃশ্যত।। ৩০

তখন সেই অসুর তৎক্ষণাৎ সিংহরূপ ধারণ করিল এবং যেই Aw¤^Kv তাহার মস্তক ছেদন করিলেন অমনি সে খড়্‌গধারী পুরুষরূপে আবির্ভূত হইল। ৩০

তত এবাশু পুরুষং দেবী চিচ্ছেদ সায়কৈঃ।
তং খড়্‌গ চর্ম্মণা সার্দ্ধং ততঃ সোহভূন্মহাগজঃ।। ৩১

দেবী শীঘ্রই খড়্‌গ ও ঢাল সহিত সেই পুরুষকে বাণ দ্বারা ছেদন করিলেন। তখন সে এক বৃহৎ হস্তীর আকার ধারণ করিল। ৩১

করেণ চ মহাসিংহং তঞ্চকর্ষ জগর্জ্জ চ।
কর্ষতস্তু করং দেবী খড়্‌েগন নিরকৃন্তত।। ৩২

মহাহস্তী শুণ্ডদ্বারা দেবীবাহন সিংহকে আকর্ষণপূর্বক গর্জন করিতে লাগিল। দেবী খড়্‌গের দ্বারা তাহার শুণ্ডটিকে আকর্ষণের সময়েই কাটিয়া ফেলিলেন। ৩২

ততো মহাসুরো ভূয়ো মাহিষং বপুরাস্থিতঃ।
তথৈব ক্ষোভয়ামাস ত্রৈলোক্যং সচরাচরম্‌।। ৩৩

তৎপর মহাসুর পুনরায় মহিষাকৃতি ধারণ করিয়া পূর্ববৎ স্থাবরজঙ্গমাত্মক ত্রিভুবন বিক্ষুব্ধ করিল। ৩৩
(পুরাণান্তরমতে সেই মায়াবী যথাক্রমে মঞিষ, ব্যাঘ্র, গণ্ডার, শূকর, সিংহ, খড়্‌গচর্মধর পুরুষ, গজ এবং পুনরায় মহিষ-এই সকল মূর্তি ধারণ করিয়াছিল।)

ততঃ ক্রুদ্ধা জগন্মাতা চণ্ডিকা পানমুত্তমম্‌।
পপৌ পুনঃপুনশ্চৈব জহাসারুণলোচনা।। ৩৪

অনন্তর জগন্মাতা ক্রুদ্ধা হইয়া পুনঃ পুনঃ দিব্য সুরাপান করিতে লাগিলেন এবং তাহাতে আরক্তনয়না হইয়া অট্টহাস্য করিলেন। ৩৪
[ চণ্ডিকাদেবী তুরীয়া হইয়াও প্রথমে সংহার-মূর্তি ধারণ করিয়াছিলেন; পরে তাঁহাতে রজোগুণাবির্ভাবের আধিক্য হওয়ায় তিনি মহালক্ষ্মী মূর্তি ধারণ করিলেন। মধুপানের দ্বারা মহালক্ষ্মীত্বপ্রাপ্তি সূচিত হইল।-গুপ্তবতী টীকা ]

ননর্দ্দ চাসুরঃ সোহপি বলবীর্য্যমদোদ্ধতঃ।
বিষাণাভ্যাঞ্চ চিক্ষেপ চণ্ডিকাং প্রতি ভূধরান্‌।। ৩৫

অসুরও দৈহিক বল ও মানসিক শক্তির গর্বে উদ্ধত (অহঙ্কৃত) হইয়া গর্জন করিল এবং শৃঙ্গযুগল দ্বারা চণ্ডিকার প্রতি পর্বতসকল নিক্ষেপ করিতে লাগিল। ৩৫

সা চ তান্‌ প্রহিতাংস্তেন চূর্ণয়ন্তী শরোৎকরৈঃ।
উবাচ তং মদোদ্ধূত-মুখরাগাকুলাক্ষরম্‌।। ৩৬

অসুর কর্তৃক নিক্ষিপ্ত পর্বতসকল শরদ্বারা চূর্ণ করিতে করিতে মদ্যপানে অতিশয় রক্তবদনা চণ্ডিকাদেবী বিজড়িত ¯^‡i মহাসুরকে বলিলেন-। ৩৬

দেব্যুবাচ।। ৩৭
গর্জ্জ গর্জ্জ ক্ষণং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম্‌।
ময়া ত্বয়ি হতেহত্রৈব গর্জ্জিষ্যন্ত্যাশু দেবতাঃ।। ৩৮

দেবী বলিলেন,-রে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর্‌। আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এইস্থানে শীঘ্রই আনন্দধ্বনি করিবেন। ৩৭-৩৮

ঋষিরুবাচ।। ৩৯
এবমুক্ত্বা সমুৎপত্য সারূঢ়া তং মহাসুরম্‌।
পাদেনাক্রম্য কন্ঠে চ শূলেনৈন-মতাড়য়ৎ।। ৪০

মেধা ঋষি বলিলেন-চণ্ডিকাদেবী এই কথা বলিয়া লম্ফ প্রদানপূর্বক মহিষাসুরের উপর চড়িয়া তাহার কণ্ঠদেশ পদদ্বারা নিপীড়ন করিয়া তাহার বক্ষে শূলাঘাত করিলেন। ৩৯-৪০

ততঃ সোহপি পদাক্রান্তস্তয়া নিজমুখাত্ততঃ।
অর্দ্ধনিষ্ক্রান্ত এবাতি দেব্যা বীর্য্যেণ সংবৃতঃ।। ৪১

অনন্তর মহিষাসুরও চণ্ডিকার পদদ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হইয়া নিজমুখ হইতেই অন্য মহাসুররূপে অর্ধমাত্র বহির্গত হইল। তখন সে দেবীর উগ্রতেজে স্তম্ভিত হইল। ৪১

অর্দ্ধনিষ্ক্রান্ত এবাসৌ যুধ্যমানো মহাসুরঃ।
তয়া মহাসিনা দেব্যা শিরশ্ছিত্ত্বা নিপাতিতঃ।। ৪২

এই মহাসুর অর্ধমাত্র নির্গত হইয়াই দেবীর সহিত যুদ্ধ করিতে করিতে দেবীর খড়্‌গাঘাতে ছিন্নমস্তক হইয়া ধরাশায়ী হইল। ৪২

ততো হাহাকৃতং সর্ব্বং দৈত্যসৈন্যং ননাশ তৎ।
প্রহর্ষঞ্চ পরং জগ্মুঃ সকলা দেবতাগণাঃ।। ৪৩

তখন সেইসকল অসুরসৈন্য হাহাকার করিতে করিতে পলায়ন করিল এবং দেবতাগণ অতিশয় আনন্দিত হইলেন। ৪৩

তুষ্টু বুস্তাং সুরা দেবীং সহ দিব্যৈর্মহার্ষিভিঃ।
জগুর্গন্ধর্ব্বপতয়ো ননৃতুশ্চাপ্সরোগণাঃ।। ৪৪

ইন্দ্রাদি দেবগণ ¯^M©w¯’Z নারদাদি ঋষিগণের সহিত দেবীর স্তব করিলেন। বিশ্বাবসু আদি গন্ধর্বপতিগণ গান করিল এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ দেবীবিজয়ে নৃত্য করিল। ৪৪

ইতি মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i দেবীমাহাত্ম্যে
মহিষাসুরবধঃ।। ৩য় অঃ।।

শ্রীমার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সাবর্ণি মনুর অধিকারকালে দেবীমাহাত্ম্যানুবাদে মহিষাসুরবধ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত।



Print