
চণ্ডীপাঠের নিয়ম
চণ্ডীপাঠের পূর্ব্বে দেবীসূক্ত, অর্গলস্ত্রোত্র, কীলকস্তব, কবচ এবং “ওঁ নারায়ণং নমস্কৃত্য” ইত্যাদি যথাক্রমে পাঠ করা আবশ্যক।
পবিত্রভাবে, একাগ্রচিত্তে ও একনিষ্ঠ ভাবে পূর্ব্বমুখ বা উত্তরমুখ হইয়া বসিয়া অর্থজ্ঞান ও বিশুদ্ধ উচ্চারণ-সহকারে ভক্তিপূর্ব্বক চণ্ডীপাঠ করিতে হয়। পাঠকালে কোনরূপ কথা বলিবেন না অন্যমনস্ক হইবেন না, নিদ্রা ও তন্দ্রাদ্বারা অভিভূত হইবেন না এবং অধ্যায়ের মধ্যে বিশ্রাম লইবেন না। অধ্যায়ের মধ্যে থামিলে আবার সেই অধ্যায়ের প্রথম হইতে পাঠ করিবেন। পুস্তক হাতে ধরিয়া বা মৃত্তিকাতে বা মৃৎপাত্রের উপর রাখিয়া পাঠ করিতে নাই। অনুস্বার, বিসর্গ, হ্রস্ব-দীর্ঘাদি-স্বর প্রভৃতির যথাযথ উচ্চারণ করিবেন। ‘হ’ লুপ্ত আকারের চিহ্ন; ইহার কোন উচ্চারণ নাই। পাঠকালে গাত্রভঙ্গ, হাই তোলা, নিদ্রা, হাঁচি, থুথু ফেলা, অন্যমনস্ক হওয়া, অন্য কথা বলা- এই সকল পরিত্যাগ করিবেন। দৈবাৎ এই সকল ঘটিলে দক্ষিণ কর্ণ স্পর্শ করিবেন। মধ্যে কথা বলিলে আচমন ও বিষ্ণুস্মরণ করিয়া আবার সেই অধ্যায়ের প্রথম হইতে পাঠ করিবেন।