
দ্বিতীয়ঃ অধ্যায়ঃ
দ্বিতীয়ঃ অধ্যায়ঃ |
|
মূল |
অনুবাদ |
শ্রীমহালক্ষ্মী ধ্যানম্। |
মহালক্ষ্মীর ধ্যান। |
(ওঁ হ্রীঁ) ঋষিরুবাচ।। ১ |
মেধা ঋষি বলিলেন-পূর্বকালে (প্রথম মনু ¯^vq¤¢y‡ei অধিকারসময়ে) যখন মহিষাসুর অসুরগণের রাজা এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ একশত বৎসর দেবগণ ও অসুরগণের মধ্যে যুদ্ধ হইয়াছিল। ১-২ |
তত্রাসুরৈর্ম্মহাবীর্য্যৈ র্দেবসৈন্যং পরাজিতম্। |
সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেবসৈন্যসমূহকে পরাজিত করিল এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করিয়া ¯^‡M©i অধিপতি হইল। ৩ |
ততঃ পরাজিতা দেবাঃ পদ্মযোনিং প্রজাপতিম্। |
অনন্তর পরাভূত দেবগণ প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবতী করিয়া শিব ও বিষ্ণুর সমীপে গমন করিলেন। ৪ |
যথা বৃত্তং তয়োস্তদ্বন্মহিষাসুর-চেষ্টিতম্। |
দেবগণ তাঁহাদের পরাভব-কাহিনী মহিষাসুরের দৌরাত্ম্যে যেরূপ ঘটিয়াছিল সেইরূপ বিষ্ণু ও শিবের নিকট বর্ণনা করিলেন। ৫ |
সূর্য্যেন্দ্রাগ্ন্যনিলেন্দূনাং যমস্য বরুণস্য চ। |
সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ ও অন্যান্য দেবতা ও ব্রহ্মর্ষিগণের অধিকারসমূহে মহিষাসুর নিজেই অধিষ্ঠিত হইয়াছে। ৬ |
¯^M©vwbœivK…Zvt সর্ব্বে তেন দেবগণা ভুবি। |
সেই দুরাত্মা মহিষাসুর কর্তৃক ¯^M© হইতে দূরীকৃত হইয়া দেবগণ মনুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছেন। ৭ |
এতদ্ বঃ কথিতং সর্ব্বমমরারি-বিচেষ্টিতম্। |
দেবশত্রু অসুরগণের এই সমস্ত দৌরাত্ম্য আপনাদের নিকট বলিলাম এবং আমরা আপনাদের শরণাপন্ন হইলাম। এখন আপনারা উভয়ে মহিষাসুরের বধোপায় বিশেষরূপে চিন্তা করুন। ৮ |
ইত্থং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদনঃ। |
ব্রহ্মাপ্রমুখ দেবগণের মুখে এই সকল কথা শুনিয়া মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভ্রূ-কুঞ্চনে তাঁহাদের মুখমণ্ডল ভীষণাকার ধারণ করিল। ৯ |
ততোহতিকোপপূর্ণস্য চক্রিণো বদনাত্ততঃ। |
অনন্তর অতি †µvavwš^Z বিষ্ণুর এবং পরে ব্রহ্মা ও শিবের বদন হইতে মহাতেজ নিঃসৃত হইল। ১০ |
অন্যেষাঞ্চৈব দেবানাং শক্রাদীনাং শরীরতঃ। |
ইন্দ্রাদি অন্যান্য দেবগণেরও শরীর হইতে সুবিপুল তেজ নির্গত হইয়া একত্র মিলিত হইল। ১১ |
অতীব তেজসঃ কূটং জ্বলন্তমিব পর্ব্বতম্। |
পুরাণান্তর প্রসিদ্ধ কাত্যায়নাশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজঃপুঞ্জকে দিগন্তরব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত দেখিলেন। ১২ |
অতুলং তত্র তত্তেজঃ সর্ব্বদেব-শরীরজম্। |
অনন্তর সকল দেবতার শরীর হইতে সঞ্জাত ত্রিলোকব্যাপী অনুপম তেজোরাশি একত্র হইয়া এক নারীমূর্তি ধারণ করিল। ১৩ |
যদভূচ্ছাম্ভবং তেজস্তেনাজায়ত তন্মুখম্। |
শম্ভুর তেজে সেই দেবীমূর্তির মুখ, যমের তেজে তাঁহার কেশপাশ এবং বিষ্ণুর তেজে তাঁহার বাহুসমূহ উৎপন্ন হইল। ১৪ |
সৌম্যেন স্তনয়োর্যুগ্মং মধ্যঞ্চৈন্দ্রেণ চাভবৎ। |
চন্দ্রতেজে তাঁহার স্তনযুগল, ইন্দ্রতেজে তাঁহার শরীরের মধ্যভাগ, বরুণতেজে তাঁহার জঙ্ঘা ও ঊরুদ্বয় এবং পৃথিবীর তেজে তাঁহার নিতম্ব উদ্ভূত হইল। ১৫ |
ব্রহ্মণস্তেজসা পাদৌ তদঙ্গুল্যোহর্কতেজসা। |
ব্রহ্মার তেজে তাঁহার পদযুগল, সূর্যের তেজে তাঁহার পদাঙ্গুলিসমূহ, অষ্টবসুর তেজে তাঁহার করাঙ্গুলিসমূহ এবং কুবেরের তেজে তাঁহার নাসিকা উৎপন্ন হইল। ১৬ |
তস্যাস্তু দন্তাঃ সম্ভূতাঃ প্রাজাপত্যেন তেজসা। |
দক্ষাদি প্রজাপতিগণের তেজে তাঁহার দন্তসকল এবং বহ্নির তেজে তাঁহার তিনটি চক্ষু উৎপন্ন হইল। ১৭ |
ভ্রুবৌ চ সন্ধ্যয়োস্তেজঃ শ্রবণাবনিলস্য চ। |
সন্ধ্যাদেবীদ্বয়ের তেজে তাঁহার ভ্রূযুগল ও বায়ুর তেজে কর্ণদ্বয় এবং বিশ্বকর্মাদি অন্যান্য দেবতাগণের তেজঃপুঞ্জ হইতে দুর্গাদেবীর আবির্ভাব হইল। ১৮ |
ততঃ সমস্তদেবানাং তেজোরাশি-সমুদ্ভবাম্। |
অনন্তর সমস্ত দেবতার তেজোরাশিসম্ভূতা মহাদেবীকে দেখিয়া মহিষাসুরপীড়িত অমরগণ আনন্দিত হইলেন। ১৯ |
শূলং শূলাদ্ বিনিষকৃষ্য দদৌ তস্যৈ পিনাকধৃক্। |
ত্রিশূলধারী মহাদেব ¯^xq শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু ¯^xq সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। ২০ |
শঙ্খঞ্চ বরুণঃ শক্তিং দদৌ তস্যৈ হুতাশনঃ। |
এইরূপে বরুণদেব শঙ্খ, অগ্নিদেব শক্তি এবং পবনদেব একটি ধনু ও দুইটি বাণপূর্ণ তুণীর তাঁহাকে দান করিলেন। ২১ |
বজ্রমিন্দ্রঃ সমুৎপাদ্য কুলিশাদমরাধিপঃ। |
দেবরাজ সহস্রলোচন ইন্দ্র ¯^xq বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক ¯^M©M‡Ri গলদেশস্থ ঘন্টা হইতে ঘন্টান্তর উৎপাদন করিয়া তাঁহাকে সমর্পণ করিলেন। ২২ |
কালদণ্ডাদ্ যমো দণ্ডং cvkÂv¤^ycwZÏ©‡`Š| |
মৃত্যুরাজ যম ¯^xq কালদণ্ড হইতে একটি দণ্ড, জলদেবতা বরুণ ¯^xq পাশ হইতে একটি পাশ এবং প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ-মালা হইতে একটি মালা ও কমণ্ডলু হইতে একটি কমণ্ডলু উৎপাদন করিয়া দেবীকে দান করিলেন। ২৩ |
সমস্তরোমকূপেষু নিজরশ্মীন্ দিবাকরঃ। |
দুর্গাদেবীর সমস্ত লোমকূপে দিবাকর নিজ কিরণরাশি এবং নিমেষাদিকালাভিমানিনী দেবতা একটি প্রদীপ্ত খড়্গ ও একটি উজ্জল ঢাল তাঁহার হস্তে প্রদান করিলেন। ২৪ |
ক্ষীরোদশ্চামলং হারমজরে চ তথা¤^‡i| |
ক্ষীরসমুদ্র তাঁহাকে উজ্জ্ব মুক্তাহার, চিরনূতন বস্ত্রযুগল, দিব্য চূড়ামণি, দুইটি কুণ্ডল এবং হস্তসমূহের বলয়গুলি, শুভ্র ললাটভূষণ, সকল বাহুতে অঙ্গদ (বাজু), নির্মল নূপুর, অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুরী প্রদান করিলেন। ২৫-২৭ |
অর্দ্ধচন্দ্রং তথা শুভ্রং কেয়ূরান্ সর্ব্ববাহুষু। |
|
অঙ্গুরীয়ক-রত্নানি mg¯Ív¯^½yjxly চ।। ২৭ |
|
বিশ্বকর্মা দদৌ তসৈ পরশুঞ্চাতিনির্ম্মলম্। |
দেবশিল্পী বিশ্বকর্মা তাঁহাকে অত্যুজ্জ্বল কুঠার, নানাপ্রকার অস্ত্র এবং অভেদ্য কবচ প্রদান করিলেন। ২৭-২৮ |
অমানপঙ্কজাং মালাং শিরস্যুরসি চাপরাম্। |
সমুদ্র তাঁহার শিরে অমান পদ্মের একটি মালা, তাঁহার বক্ষে তাদৃশ অপর একটি মালা এবং তাঁহার হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। ২৮-২৯ |
হিমবান্ বাহনং সিংহং রত্নানি বিবিধানি চ। |
গিরিরাজ হিমালয় evnb¯^iƒc সিংহ ও বিবিধ রত্ন এবং কুবের সদা সুরাপূর্ণ একটি পানপাত্র তাঁহাকে দিলেন। ২৯-৩০ |
শেষশ্চ সর্ব্বনাগেশো মহামণি-বিভূষিতম্। |
যে নাগরাজ বাসুকি এই পৃথিবী ধারণ করেন, তিনি দুর্গাদেবীকে মহামণিশোভিত একটি নাগহার প্রদান করিলেন। ৩০-৩১ |
অন্যৈরপি সুরৈর্দেবী ভূষণৈরায়ুধৈস্তথা। |
অন্যান্য দেবগণ কর্তৃকও অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সম্পূজিতা হইয়া জগন্মাতা দুর্গা বারংবার অট্টহাস্য ও হুঙ্কার করিতে লাগিলেন। ৩১-৩২ |
তস্যা নাদেন ঘোরেণ কৃৎস্নমাপূরিতং নভঃ। |
তাঁহার অপরিমিত অতি মহান্ ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং ভীষণ প্রতিধ্বনি উঠিল। ৩২-৩৩ |
চুক্ষুভুঃ সকলা লোকাঃ সমুদ্রাশ্চ চকম্পিরে। |
সেই সিংহনাদে চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বতসকল বিচলিত হইল। ৩৩-৩৪ |
জয়েতি দেবাশ্চ মুদা তামূচুঃ সিংহবাহিনীম্। |
দেবগণ আনন্দে সিংহবাহিনীর জয়ধ্বনি করিলেন (অথবা তাঁহাকে ‘জয়া’ এই নাম প্রদান করিলেন) এবং মুনিগণ ভক্তিভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। ৩৪-৩৫ |
দৃষ্ট্বা সমস্তং সংক্ষুব্ধং ত্রৈলোক্যমমরারয়ঃ। |
সেই অসুরগণ সমস্ত ত্রিলোকবাসীকে সন্ত্রস্ত দেখিয়া সৈন্যসমূহকে সুসজ্জিত এবং অস্ত্রশস্ত্রাদি উদ্যত করিয়া সমুত্থিত হইল। ৩৫-৩৬ |
আঃ কিমেতদিতি ক্রোধাদাভাষ্য মহিষাসুরঃ। |
মহিষাসুর ক্রোধে ‘আঃ একি!’ এই কথা বলিয়া অসংখ্য অসুরের সহিত সেই শব্দাভিমুখে ধাবিত হইল। ৩৬-৩৭ |
স দদর্শ ততো দেবীং ব্যাপ্তলোকত্রয়াং ত্বিষা। |
অনন্তর যাঁহার অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাঁহার পদভরে পৃথিবী অবনত, যাঁহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নিম্নলোক আকুলিত, যিনি গগনস্পর্শী মুকুট-পরিহিতা, সেই দুর্গাদেবীকে মহিষাসুর দর্শন করিল। ৩৭-৩৯ |
ক্ষোভিতাশেষ-পাতালাং abyR©¨v-wbt¯^‡bb তাম্। |
|
ততঃ প্রববৃতে যুদ্ধং তয়া দেব্যা সুরদ্বিষাম্। |
অনন্তর দেবদ্বেষী অসুরগণ বহু প্রকারে নিক্ষিপ্ত অস্ত্র-শস্ত্রের দীপ্তিতে দশ দিক উদ্ভাসিত করিয়া সেই দুর্গাদেবীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। ৩৯-৪০ |
মহিষাসুর-সেনানীশ্চিক্ষুরাখ্যো মহাসুরঃ। |
মহিষাসুরের সেনাপতি চিক্ষুর ও চামর নামক মহাসুর (রথ, গজ, অশ্ব ও পদাতিক এই) চতুরঙ্গ সৈন্য এবং অন্যান্য মহাসুরের সহযোগে দেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। ৪০-৪১ |
রথানামযুতৈঃ ষড়্ভিরুদগ্রাখ্যো মহাসুরঃ। |
উদগ্র নামক মহাসুর ছয় অযুত (ষাট হাজার) এবং মহাহনুনামক মহাসুর এক সহস্র অযুত (এক কোটি) রথ লইয়া যুদ্ধ করিল। ৪১-৪২ |
পঞ্চাশদ্ভিশ্চ নিযুতৈরসিলোমা মহাসুরঃ। |
এবং অসিলোমা-নামক মহাসুর পঞ্চাশ নিযুত (পাঁচ কোটি) ও বাস্কলাসুর ছয় শত অযুত (ষাট লক্ষ) রথ সমভিব্যাহারে রণক্ষেত্রে যুদ্ধ করিল। পরিবারিত-নামক মহাসুর বহু সহস্র অশ্ব ও হস্তী এবং এক কোটি রথে পরিবেষ্টিত হইয়া সেই যুদ্ধে প্রবৃত্ত হইল। ৪২-৪৪ |
গজবাজি-সহস্রৌঘৈরনেকৈঃ পরিবারিতঃ। |
|
বিড়লাক্ষোহযুতানাঞ্চ পঞ্চাশদ্ভিরথাযুতৈঃ। |
অনন্তর বিড়ালাক্ষ নামক মহাসুর পঞ্চাশ অর্বুদ রথে পরিবৃত হইয়া সেই সংগ্রামে যুদ্ধ করিল। ৪৪-৪৫ |
অন্যে চ তত্রাযুতশো রথ-নাগ-হয়ৈর্বৃতাঃ। |
সেইরূপ অন্যান্য মহাসুরগণও সেই যুদ্ধে বহু অযুত রথ, অশ্ব ও হস্তিবেষ্টিত হইয়া দেবীর সহিত যুদ্ধ করিল। ৪৫-৪৬ |
কোটি-কোটি-সহস্রৈস্তু রথানাং দন্তিনাং তথা। |
মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ, হস্তী ও অশ্বে পরিবেষ্টিত হইয়াছিল। ৪৬-৪৭ |
তোমরৈর্ভিন্দিপালৈশ্চ শক্তিভির্মুসলৈস্তথা। |
অন্যান্য অসুরগণ শাবল, ভিন্দিপাল, শক্তি, মুসল, খড়্গ, কুঠার ও পট্টিশ প্রভৃতির দ্বারা দেবীর সহিত যুদ্ধ করিল। ৪৭-৪৮ |
কেচিচ্চ চিক্ষিপুঃ শক্তীঃ কেচিৎ পাশাংস্তথাপরে। |
আবার কেহ কেহ শক্তি এবং অপর কেহ কেহ পাশ, নিক্ষেপ করিল এবং অন্য সকলে খড়্গাঘাতে দেবীকে বধ করিবার উপক্রম করিল। ৪৮-৪৯ |
সাপি দেবী ততস্তানি শস্ত্রাণ্যস্ত্রাণি চণ্ডিকা। |
অনন্তর সেই চণ্ডিকাদেবীও অসুরনিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রসমূহ অনায়াসেই ¯^xq অস্ত্রশস্ত্র-বর্ষণ দ্বারা ছিন্ন করিলেন। ৪৯-৫০ |
অনায়স্তাননা দেবী সতূয়মানা সুরর্ষিভিঃ। |
দেবগণ ও ঋষিগণ কর্তৃক স্তুয়মান আয়াসরহিতবদনা চণ্ডিকাদেবী অসুরগণের শরীরে অস্ত্রশস্ত্রসকল নিক্ষেপ করিলেন। ৫০-৫১ |
সোহপি ক্রুদ্ধো ধূতসটো দেব্যা বাহনকেসরী। |
দেবীবাহন সিংহও ক্রোধে কম্পিতকেশর হইয়া বনে দাবাগ্নির ন্যায় অসুরসৈন্যের মধ্যে বিচরণ করিতে লাগিল। ৫১-৫২ |
নিঃশ্বাসান্মুমুচে যাংশ্চ যুধ্যমানা i‡Ynw¤^Kv| |
রণক্ষেত্রে Aw¤^Kv যুদ্ধ করিতে করিতে যে-সকল নিঃশ্বাস ত্যাগ করিলেন, সেইগুলিই তৎক্ষণাৎ লক্ষ লক্ষ দেবীসৈন্যরূপে পরিণত হইল। ৫২-৫৩ |
যুযুধুস্তে পরশুভির্ভিন্দিপালাসি-পট্টিশৈঃ। |
দেবীসৈন্যগণ দেবীর শক্তিতে অধিকতর শক্তিমান্ হইয়া কুঠার, ভিন্দিপাল, অসি (খড়্গ) ও পট্টিশ দ্বারা অসুরসমূহ নাশ করিতে করিতে যুদ্ধ করিলেন। ৫৩-৫৪ |
অবাদয়ন্ত পটহান্ গণাঃ শঙ্খাং-স্তথাপরে। |
সেই যুদ্ধোৎসবে দেবী সৈন্যগণের কেহ কেহ ঢাক, অপর কেহ কেহ শঙ্খ এবং অন্য কেহ কেহ বা মৃদঙ্গ বাজাইতে লাগিল। ৫৪-৫৫ |
ততো দেবী ত্রিশূলেন গদ্য়া শক্তিবৃষ্টিভিঃ। |
অনন্তর দুর্গাদেবী ত্রিশূল, গদা ও খড়্গের আঘাতে এবং শক্তি-অস্ত্র-বর্ষণ দ্বারা শত শত মহাসুর বিনাশ করিলেন। ৫৫-৫৬ |
পাতয়ামাস চৈবান্যান্ N›Uv¯^b-we‡gvwnZvb&| |
দেবী অপর কতকগুলি অসুরকে ঘন্টাধ্বনিতেই বিমোহিত করিয়া ভূতলে পাতিত কারলেন এবং অন্যান্য কতকগুলিকে পাশবদ্ধ করিয়া আকর্ষণ করিলেন। ৫৬-৫৭ |
কেচিদ্দ্বিধাকৃতাস্তীক্ষ্ণৈঃ খড়্গ পাতৈস্তথাহপরে। |
কেহ কেহ তীক্ষ্ণ খড়্গাঘাতে দ্বিখণ্ডিত হইল এবং অপর কেহ কেহ গদাপ্রহারে বিমর্দিত হইয়া ভূতলে নিপাতিত হইল ও প্রাণত্যাগ করিল। ৫৭-৫৮ |
বেমুশ্চ কেচিদ্রুধিরং মুসলেন ভৃশং হতাঃ। |
কেহ কেহ মুষলে ভীষণভাবে আহত হইয়া রক্তবমন করিতে লাগিল, আর কেহ কেহ শূলাঘাতে বক্ষঃস্থল বিদীর্ণ হওয়ায় ভূপতিত হইল। ৫৮-৫৯ |
নিরন্তরাঃ শরৌঘেন কৃতাঃ কেচিদ্রণাজিরে। |
সৈন্যদলের অগ্রগামী কোন কোন অসুর সর্বাঙ্গে বাণবিদ্ধ ও জর্জরিত (সজারুসদৃশ) হইয়া প্রাণত্যাগ করিল। ৫৯-৬০ |
কেষাঞ্চিদ্বাহবশ্ছিন্না-শ্ছিন্নগ্রীবাস্তথাহ-পরে। |
কাহাদেরও বা বাহুসকল ছিন্ন হইল, অপর অনেকের গ্রীবাদেশ [ঘাড়] ভগ্ন হইল, অন্য কতকগুলির মস্তক বিচ্ছিন্ন হইয়া ভূতলে লুণ্ঠিত হইল এবং কাহাদেরও বা দেহের মধ্যভাগ বিদীর্ণ হইল। ৬০-৬১ |
বিচ্ছিন্নজঙ্ঘাস্ত্বপরে পেতুরুর্ব্ব্যাং মহাসুরাঃ। |
অপর কতকগুলি মহাসুর দেবী কর্তৃক ছিন্ন-জঙ্ঘা হইয়া এবং অন্য কেহ কেহ দ্বিখণ্ডিত হইয়া একবাহু, একচক্ষু বা একপদে ভূপতিত হইল। অপর কোন কোন অসুরের মস্তক ছিন্ন হইলেও তাহারা পতিত না হইয়া পুনরায় উত্থিত হইল। ৬১-৬২ |
ছিন্নেহপি চান্যে শিরসি পতিতাঃ পুন-রুত্থিতাঃ।। ৬৩ |
|
কবন্ধা যুযুধুর্দেব্যা গৃহীতপরমায়ুধাঃ।ড় |
কতকগুলি অসুরের শির ছিন্ন হইলেও তাহারা উত্তম অস্ত্র গ্রহণপূর্বক দুর্গাদেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। অন্য কতকগুলি ছিন্নমস্তক অসুর সেই যুদ্ধস্থলে বাদ্যের তালে তালে নৃত্য করিতে লাগিল। ৬৩ |
কবন্ধাশ্ছিন্নশিরসঃ খড়্গ শক্ত্যৃষ্টি-পাণয়ঃ। |
ছিন্নশির কবন্ধগণ খড়্গ, শক্তি, ঋষ্টি (উভয় পার্শ্বে ধারবিশিষ্ট খড়্গবিশেষ) হস্তে এবং অন্যান্য মহাসুর দুর্গাদেবীকে ‘দাঁড়াও দাঁড়াও’ বলিতে বলিতে যুদ্ধে অগ্রসর হইল। ৬৪ |
পাতিতৈ রথনাগাশ্বৈরসুরৈশ্চ বসুন্ধরা। |
যেখানে সেই মহাযুদ্ধ হইতেছিল পৃথিবীর সেইস্থান পতিত রথ, হস্তী, অশ্ব ও অসুরগণের সতূপে অগম্য হইল। ৬৫ |
শোণিতৌঘা মহানদ্যঃ সদ্যস্তত্র বিসুস্রুবুঃ। |
যুদ্ধক্ষেত্রে অসুরসৈন্যগণের মধ্যে হস্তী, অশ্ব, ও অসুরসমূহের রক্তধারাসকল বৃহৎ নদীসমূহের ন্যায় প্রবাহিত হইল। ৬৬ |
ক্ষণেন তন্মহাসৈন্যমসুরাণাং Z_vw¤^Kv| |
অগ্নি যেরূপ তৃণসতূপ ও কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেইরূপ দুর্গাদেবী বিশাল অসুরসৈন্য ক্ষণকালমধ্যে ক্ষয় করিলেন। ৬৭ |
স চ সিংহো মহানাদমুৎ-সৃজন্ ধূতকেসরঃ। |
এবং সিংহও কম্পিতকেশরে ভীষণ গর্জন করিয়া যেন অসুরগণের দেহ হইতে প্রাণসমূহ টানিয়া বাহির করিতে লাগিল। ৬৮ |
দেব্যা গণৈশ্চ তৈস্তত্র কৃতং যুদ্ধং তথাসুরৈঃ। |
যুদ্ধক্ষেত্রে দেবীর সেই সৈন্যগণও অসুরগণের সহিত এইরূপ সংগ্রাম করিয়াছিল যে ¯^‡M©i দেবগণ পুষ্পবৃষ্টি করিয়া তাহাদের উপর সন্তোষ প্রকাশ করিলেন। ৬৯ |
ইতি মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে gš^šÍ‡i দেবীমাহাত্ম্যে |
শ্রীমার্কণ্ডেয়পুরাণের অন্তর্গত সাবর্ণি মনুর অধিকারকালে দেবীমাহাত্ম্যানুবাদে মহিষাসুরসৈন্যবধ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। |